বিমানবন্দর থেকে ২৫ মিনিটে যাওয়া যাবে কমলাপুর

বিমানবন্দর থেকে ২৫ মিনিটে যাওয়া যাবে কমলাপুর
ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রথম ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-১-এর আন্ডারগ্রাউন্ড মেট্রো রেলের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম পাতাল মেট্রোরেলের নির্মাণকাজের উদ্বোধন করেছেন। 

এ বিষয়ে আজ বাংলাদেশে জাপান দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, জাপানি ওডিএ (ইয়েন ঋণ) দিয়ে নির্মিত হবে এমআরটি-১। এই লাইনটি ব্যবহার করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কমলাপুর রেল স্টেশনে যেতে সময় লাগবে ২৫ মিনিট। 

জাপানের অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই রেলপথ ঢাকাবাসীর দ্রুত, নিরাপদ এবং আরামদায়ক গণপরিবহন পরিষেবা প্রদান করবে।

জাপান দূতাবাস আরও জানিয়েছে, ভবিষ্যতে এমআইটি লাইন-১ কে ৫ ও ৬-এর নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হবে। ২০২৯ সালে যেটির কাজ শেষ হবে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই এমআরটি লাইনের কাজ শেষ হলে দেশের গণ পরিবহন ব্যবস্থার উন্নতির সঙ্গে মানুষের গতিশীলতা বৃদ্ধি পাবে এবং ঢাকা শহরের দীর্ঘস্থায়ী যানজট সমস্যা নিরসনে সহায়তা করবে। 

এ ছাড়া এটি গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস করে জলবায়ু পরিবর্তন মোকাবিলায়ও অবদান রাখবে।

আজ এই ঐতিহাসিক এ নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী, ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি এবং জাইকার প্রধান প্রতিনিধি আইচিগুচি তোমোহাইড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

Comments

The Daily Star  | English

How Dhaka’s rickshaw pullers bear a hidden health toll

At dawn, when Dhaka is just beginning to stir, thousands of rickshaw pullers set off on their daily grind.

17h ago