মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী সুলতান মাহমুদ ফকির গ্রেপ্তার

সুলতান মাহমুদ ফকির
যুদ্ধাপরাধী সুলতান মাহমুদ ফকিরকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ছবি: সংগৃহীত

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুলতান মাহমুদ ফকিরকে ময়মনসিংহ শহরের ভাটিকাশর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খান এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহের ত্রিশালের কাকচর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইউনুছ আলী নদী পারাপারে সহযোগী মুক্তিযোদ্ধাদের সাহায্য করতেন। পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে রাজাকার বাহিনীর সদস্যরা জুন-জুলাইয়ের দিকে ত্রিশালের আহমেদাবাদে একটি ক্যাম্প স্থাপন করে। মুক্তিযোদ্ধাদের নদী পারাপারে সহযোগিতার কারণে রাজাকার বাহিনীর সদস্যরা ইউনুছ আলীকে রাজাকারদের ক্যাম্পে ধরে নিয়ে যায় এবং রাজাকার ক্যাম্পের টর্চার সেলে নির্যাতনের পর ১৫ আগস্ট সকালে তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করে।

এ ঘটনায় শহীদ ইউনুছ আলীর ছেলে রুহুল আমিন ২০১৫ সালে ময়মনসিংহের আদালতে মামলা করলে মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়।

গত ২৩ জানুয়ারি বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের দায়ে সুলতান মাহমুদ ফকিরসহ ৬ জনের মৃত্যুদণ্ডাদেশ দেন। তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় ত্রিশাল এলাকায় মুক্তিযোদ্ধা এবং বেসামরিক ব্যক্তিদের অপহরণ, আটকে রেখে নির্যাতন, হত্যা নিপীড়নের মতো ৬টি ঘটনার সাথে জড়িত যুদ্ধাপরাধের ওই মামলায় অভিযোগ আনা হয়েছিল।

Comments

The Daily Star  | English

JCD blocks Shahbagh again demanding justice for Shammo murder

The protesters also demanded the resignation of the vice-chancellor and proctor of Dhaka University

29m ago