তুরস্কে উদ্ধারকাজে বাংলাদেশি দল পাঠানোর পরিকল্পনা

তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চল ও সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ছাড়িয়েছে।
সোমবারের ভূমিকম্পে সিরিয়ার আলেপ্পোর অনেক ভবন ধসে পড়ে। ছবি: রয়টার্স
সোমবারের ভূমিকম্পে সিরিয়ার আলেপ্পোর অনেক ভবন ধসে পড়ে। ছবি: রয়টার্স

তুরস্কের ভূমিকম্পের উদ্ধার কার্যক্রমে সহায়তা করতে জরুরিভিত্তিতে ২ উদ্ধারকারী দল পাঠানোর পরিকল্পনা করছে বাংলাদেশ।

বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা তুরস্কে ২টি দল পাঠানোর পরিকল্পনা করছি— ১টি জরুরি স্বাস্থ্য সেবা দল ও ১টি উদ্ধার দল'।

গতকাল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশের জনগণের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়ে বলেন, 'বাংলাদেশ সরকার ও জনগণ সবসময় প্রাকৃতিক দুর্যোগ আক্রান্ত তুরস্ক ও সিরিয়ার জনগণের পাশে থাকবে।'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে জানান, এই সংকটের মুহূর্তে বাংলাদেশের সরকার ও জনগণ তুরস্ক ও সিরিয়ার পাশে রয়েছে।

তুরস্ক ও সিরিয়ার উদ্ধারকর্মীরা প্রচন্ড ঠাণ্ডা, অন্ধকার, ভূমিকম্প-পরবর্তী কম্পন ও ধসে পড়া ভবনের মাঝে বৈরি পরিবেশে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন। ইতোমধ্যে ৭ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্প এবং ভূমিকম্প পরবর্তী শতাধিক কম্পনে ৫ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন।

 

Comments