থানচিতে র‌্যাবের সঙ্গে গোলাগুলি, ৫ ‘জঙ্গি’ আটক

র‌্যাব জঙ্গি গোলাগুলি
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

বান্দরবানে নতুন জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ৫ সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন জানান, অভিযানে র‍্যাবের ৯ সদস্য আহত হয়েছেন। তাদেরকে র‍্যাবের অধীনে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ মঙ্গলবার বিকেল ৩টায় থানচির তমাতুঙ্গীতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, 'গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পেরেছি যে থানচি-বড়মদক-লিক্রি সংযোগ সড়কে ২৭ কিলোমিটার রেমাক্রি ব্রিজ এলাকায় জঙ্গিরা আসছে। মঙ্গলবার সকাল থেকে ওই এলাকায় অবস্থান নেয় র‍্যাব। পরে র‌্যাবের টহল দলের সঙ্গে তাদের সংঘর্ষ হয়, উভয় পক্ষের গোলাগুলি হয়েছে।'

সংবাদ সম্মেলনে সময়ও থেমে থেমে গোলাগুলি চলছে জানিয়ে তিনি বলেন, 'অভিযান এখনও শেষ হয়নি।'

র‍্যাবের মহাপরিচালক আরও বলেন, 'আমরা চেষ্টা করছি যেন তাদের অক্ষত অবস্থায় আটক করা যায়। সে কারণে সময় লাগছে।'

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এ পর্যন্ত পাহাড়ে জঙ্গি ও সন্ত্রাসী নির্মূল অভিযানে র‍্যাব ৮০ ভাগ সফল হয়েছে। র‍্যাব এ কার্যক্রমে শতভাগ সফল হবে।'

গত বছর অক্টোবর থেকে এ পর্যন্ত যৌথবাহিনীর অভিযানে মোট ৫২ জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন র‍্যাবের গোয়েন্দা প্রধান লে. কর্নেল মশিউর রহমান এবং র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনসহ র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Comments

The Daily Star  | English

‘People's will, not mine’

Yunus tells Malaysia's Bernama why he stepped into Bangladesh's political hot seat

7h ago