বাংলাদেশ থেকে শীতবস্ত্র, ওষুধ পেতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: তুরস্কের রাষ্ট্রদূত

বৃহস্পতিবার ঢাকায় দূতাবাসে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান। ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান বলেছেন, দুটি ভূমিকম্প এবং বহু আফটারশকের আঘাতের পর বিশাল চ্যালেঞ্জ মোকাবিলা করে আরও জীবন বাঁচাতে তুরস্কের জন্য আগামী দুয়েক দিন খুবই গুরুত্বপূর্ণ।

বৃহস্পতিবার ঢাকায় দূতাবাসে এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে এগিয়ে আসার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাষ্ট্রদূত তুরান বলেন, এখন পর্যন্ত বাংলাদেশের কোনো নাগরিক আক্রান্ত হননি।

তিনি বলেন, বাংলাদেশে নিযুক্ত একজন তুরস্কের প্রাক্তন রাষ্ট্রদূত (সদ্য বিদায়ী রাষ্ট্রদূত) যিনি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত প্রদেশগুলোর একটিতে নিযুক্ত ছিলেন এবং তিনি নিখোঁজ রয়েছেন।

তার দ্রুত উদ্ধারের জন্য দোয়া চেয়ে রাষ্ট্রদূত তুরান বলেছেন, 'দুর্ভাগ্যবশত, তার সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই।,

তুর্কি রাষ্ট্রদূত বলেন, তারা নগদ সহায়তা পেতে আগ্রহী নন। তবে শীতবস্ত্র, ওষুধ ও অন্যান্য উপকরণ বাংলাদেশ থেকে পেতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সরকার গত সন্ধ্যায় একটি সামরিক বিমানের মাধ্যমে একটি অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠিয়েছে এবং বৃহস্পতিবার সমস্ত সরকারি দপ্তরসমূহে পতাকা অর্ধনমিত রেখে জাতীয় শোক দিবস ঘোষণা করেছে।

রাষ্ট্রদূত বলেন, 'এটি একটি ঘটনা যা আমরা ভুলব না। সোশ্যাল মিডিয়াতেও বাংলাদেশের জনগণের সমর্থন ও সংহতি রয়েছে।'

 

Comments

The Daily Star  | English
election before ramadan 2026 in Bangladesh

Election possible a week before Ramadan next year: Yunus tells Tarique

He said it will be possible if preparations completed, sufficient progress made in reforms and judicial matters

3h ago