আর কোনো প্রার্থী নেই, রাষ্ট্রপতি হওয়ার পথে মোহাম্মদ সাহাবুদ্দিন
রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া আর কোনো দল প্রার্থী মনোনয়ন দেয়নি। এর ফলে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া মোহাম্মদ সাহাবুদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হতে চলেছেন।
আজ রোববার সন্ধ্যায় নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, রাষ্ট্রপতি নির্বাচনে মোহাম্মদ সাহাবুদ্দিন একমাত্র প্রার্থী। আজ বিকেল ৪টায় মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে।
এর আগে আজ সকাল ১১টার দিকে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল মনোনয়নপত্র জমা দিতে নির্বাচন কমিশন ভবনে যান। প্রতিনিধি দলটির নেতৃত্বে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াবদুল কাদের।
এর আগে নির্বাচন কমিশনের সূত্রগুলো জানায়, আগামীকাল সোমবার মনোনয়নপত্র যাচাইবাছাই হবে। প্রার্থী একজনই হলে মনোনয়নপত্র যাচাইবাছাইয়ের পর তিনি নির্বাচিত হয়েছেন বলে ঘোষণা করা হবে।
Comments