রাজনীতি

পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন সাহাবুদ্দিন চুপ্পু

দেশের পরবর্তী রাষ্ট্রপতি পদে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পুকে মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
মো. সাহাবুদ্দিন। ছবি: সংগৃহীত

দেশের পরবর্তী রাষ্ট্রপতি পদে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পুকে মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

আজ রোববার সকালে দলটির একটি প্রতিনিধি দল মনোনয়নপত্র জমা দিতে নির্বাচন কমিশন ভবনে যান।

প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আরও উপস্থিত আছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। প্রতিনিধি দলের সঙ্গে সাহাবুদ্দিন চুপ্পু নিজেও নির্বাচন কমিশনে যান।

ওবায়দুল কাদের গণমাধ্যমকে বলেন, 'বাংলাদেশের প্রাচীনতম এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশ আওয়ামী লীগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে সাহাবুদ্দিনকে মনোনয়ন দিয়েছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কাছে গত ৭ ফেব্রুয়ারি পার্লামেন্টারি পার্টির বৈঠকে সর্বসম্মতিক্রমে দায়িত্ব অর্পণ করা হয়। তিনি এ মনোনয়ন চূড়ান্ত করেছেন।'

তিনি বলেন, 'সাহাবুদ্দিন পেশায় একজন আইনজীবী এবং আওয়ামী লীগে বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি ১৯৪৯ সালে পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ইতোপূর্ব জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনে একজন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৭১ সালে তিনি পাবনা জেলায় স্বাধীন বাংলা ছাত্র সংগ্রহ পরিষদের আহ্বায়ক ছিলেন। মহান মুক্তিযুদ্ধে তিনি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন। বঙ্গবন্ধু হত্যার পর তিনি দীর্ঘ ৩ বছর কারাগারে বন্দি ছিলেন। ১৯৮২ সালে তিনি বিসিএস বিচার বিভাগে যোগদান করেন। ৯৫ সালে জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসেবে নির্বাচিত হন। তিনি বঙ্গবন্ধু হত্যা মামলায় আইন মন্ত্রণালয় নিযুক্ত কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন।'

মনোনয়নপত্র জমা দিচ্ছেন মো. সাহাবুদ্দিন চুপ্পু। ছবি: সংগৃহীত

'তিনি ২০০১ সালের সাধারণ নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি-জামায়াত জোটের নেতাকর্মীদের দ্বারা সংঘটিত হত্যা, ধর্ষণ, লুণ্ঠন এবং মানবতাবিরোধী কর্মকাণ্ড অনুসন্ধানে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন,' জানান ওবায়দুল কাদের।

হাছান মাহমুদ বলেন, 'তিনি উচ্চ শিক্ষিত-চৌকস-বুদ্ধি দীপ্ত। দল, নেত্রী ও বঙ্গবন্ধুর আদর্শের প্রতি তিনি যে নিবেদিত সেই প্রমাণ তার পুরো জীবনে রেখে গেছেন।'

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'রাষ্ট্রপতি পদে সংসদীয় দলের পক্ষ থেকে উনার প্রস্তাবক হচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং আমাদের সংসদীয় দলের নেতা শেখ হাসিনা আমাকে নির্দেশনা দিয়েছেন, আমি সমর্থন করেছি।'

'তিনি মাঠের রাজনীতিবিদ। তিনি ছাত্রলীগ ও যুবলীগের জেলা শাখার সভাপতি ছিলেন। তিনি বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করতে গিয়ে ২০ আগস্ট গ্রেপ্তার হয়েছিলেন। ৩ বছরের বেশি কারাগারে ছিলেন,' আরেক প্রশ্নের জবাবে বলেন তিনি।

নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, 'নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনে আজকে ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার দিন। এ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র দাখিল হয়েছে—একই ব্যক্তির নামে। যার নামে দাখিল হয়েছে তিনি মো. সাহাবুদ্দিন।'

তিনি বলেন, 'প্রধান নির্বাচন কমিশনার ও প্রধান নির্বাচনী কর্মকর্তার কার্যালয়ে এই দুটি আবেদন সকাল ১১টা ও ১১টা ৫ মিনিটে জমা দেওয়া হয়েছে। এই দুটি আবেদন আগামীকাল দুপুর ১টা থেকে বাছাই করা হবে। বাছাই শেষে প্রধান নির্বাচনী কর্মকর্তা বৈধ মনোনয়নের বিষয়ে সবাইকে অবহিত করবেন।'

'আইনানুগভাবে মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ আমরা চূড়ান্তভাবে ঘোষণা করব কে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মনোনীত হবেন। যেহেতু একজন প্রার্থীর দুটি মনোনয়নপত্র জমা হয়েছে, সুতরাং কালকের বাছাইয়ে যদি দুটি আবেদন টিকে যায় তাহলে কালকেই এটি চূড়ান্ত হয়ে যাবে,' বলেন জাহাঙ্গীর।

মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আজ বিকেল ৪টা পর্যন্ত। ওই সময়ের মধ্যে চুপ্পু ছাড়া অন্য কেউ মনোনয়নপত্র জমা না দিলে আগামীকাল মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ হলে নির্বাচন কমিশন তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত রাষ্ট্রপতি ঘোষণা করতে পারবে।

তফসিল অনুযায়ী আগামী ১৯ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। একাধিক প্রার্থী থাকলেই নির্বাচন হবে।

Comments

The Daily Star  | English

PUST postpones Turkey lift-inspection tour

The Pabna University of Science and Technology (PUST) today postponed a tour of Turkey, which was set to be undertaken by a six-member team to inspect lifts, after the president told the university to do so

4h ago