চাঁপাইনবাবগঞ্জ

বাঁশ-মাটি দিয়ে তৈরি শহীদ মিনারে কোল শিশুদের শ্রদ্ধা

বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে। ছবি: স্টার

রাজশাহীর গোদাগাড়ি উপজেলার বরেন্দ্র অঞ্চলে বাঁশ-মাটি দিয়ে তৈরি শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছে 'কোল' সম্প্রদায়ের শিশুরা।

আজ মঙ্গলবার সকালে সীমান্ত ঘেঁষা বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীরা প্রভাতফেরি করে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দেয়।

এ সময় কোল ও বাংলা ভাষায় 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানটি গাওয়া হয়।

এরপর বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা বাঁশ-কঞ্চি ও মাটি  দিয়ে তৈরি অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান। 

বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা জানান, একুশে ফেব্রুয়ারি আগে প্রায় ১ সপ্তাহ ধরে শিক্ষার্থীরা বাঁশ-কঞ্চি ও মাটি দিয়ে শহীদ মিনার তৈরি করে এবং বেদিতে আলপনা আঁকে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিউজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন,  'বাবুডাইং আলোর পাঠশালায় স্থায়ী কোনো শহীদ মিনার নেই। বিদ্যালয়ের তহবিলও নেই স্থায়ী শহীদ মিনার নির্মাণের।'

তবুও ২০০৮ সাল থেকে প্রতি বছর এখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপন করা হয় বলে জানান তিনি। 

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে কোল ভাষায় দেশাত্মবোধক গানের সঙ্গে ঐতিহ্যবাহী নাচ পরিবেশন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

বাবুডাইং চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত ঘেঁষা গোদাগাড়ি উপজেলার প্রত্যন্ত গ্রাম। গ্রামটির বেশিরভাগ অধিবাসী কোল সম্প্রদায়ের।

Comments

The Daily Star  | English

‘As a freedom fighter, I have the right to live in peace’

Fazlur Rahman voices concern for his and family’s safety as protesters besiege his Dhaka home

42m ago