‘তুলে নেওয়া’ ৩ পোশাক শ্রমিককে পাওয়া গেল ঢাকার ডিবি কার্যালয়ে

গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে সাভার পৌর এলাকার তারাপুর মাঠ থেকে সাদা গাড়িতে ৫/৬ জন সাদা পোশাকে এসে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে আমার ভাইসহ ৩ জনকে তুলে নিয়ে যান।’
ডিবি পরিচয়ে তুলে নেওয়া
স্টার ডিজিটাল গ্রাফিক্স

ঢাকার সাভার থেকে সাদা পোশাকে কয়েকজন ব্যক্তি পোশাক শ্রমিক তুষার মিয়া (২০), রাসেল মিয়া (১৯) ও স্বপন মিয়াকে (২০) 'তুলে নেওয়া'র পর তাদেরকে ঢাকার মিন্টু রোডে ডিবি কার্যালয়ে পাওয়া গেছে।

আজ সোমবার ভোররাত ১টার দিকে তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

আজ সকালে স্বপন মিয়ার বড়ভাই হাকিম মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে সাভার পৌর এলাকার তারাপুর মাঠ থেকে সাদা গাড়িতে ৫/৬ জন সাদা পোশাকে এসে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে আমার ভাইসহ ৩ জনকে তুলে নিয়ে যান।'

'ঘটনা শুনে আমি সঙ্গে সঙ্গে সাভার ডিবি অফিসে যাই। সেখান থেকে জানানো হয় তারা এরকম কাউকে তুলে আনেননি।'

'ভাইয়ের মোবাইল ফোন খোলা ছিল। সারাদিন ফোন করা হলেও কল রিসিভ করেনি' উল্লেখ করে তিনি আরও বলেন, 'গতকাল রাত সাড়ে ৮টার দিকে ফোন করলে ওপর প্রান্ত থেকে পুলিশ পরিচয় দিয়ে ঢাকা মহানগর পুলিশের মিন্টু রোডে ডিবি কার্যালয়ে আসতে বলেন।'

'রাতে ডিবি কার্যালয়ে গেলে আমাদের জানানো হয় যে একটি মামলায় সন্দেহভাজন হিসেবে তাদের তুলে নেওয়া হয়েছিল। যাচাইবাছাই করে তাদের সম্পৃক্ততা না পাওয়ায় ভোররাত ১টার দিকে সবাইকে আমাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।'

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের ডিবির একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে কারো বক্তব্য পাওয়া যায়নি।

তবে নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা ডেইলি স্টারকে বলেন, 'ডিবিতে অনেকগুলো টিম কাজ করে। আমার টিমের কেউ নিয়ে এসেছিলেন কি না, খোঁজ নিয়ে জানানো যাবে।'

Comments