মানিকগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টির মধ্যে ৮টিতে জাতীয়তাবাদী প্যানেল বিজয়ী

আজ বুধবার সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়
মানিকগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টির মধ্যে ৮টিতে জাতীয়তাবাদী প্যানেল বিজয়ী
সভাপতি মো. মেজবাউল হক মেজবা ও সাধারণ সম্পাদক এ এফ এম নূরতাজ আলম বাহার। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল বিজয়ী হয়েছে। ১৫টির মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৮টি পদে জয় পান তারা।

অন্যদিকে, সহসাধারণ সম্পাদক, ২ জন নিরীক্ষকসহ মোট ৭টি পদে জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা।

মঙ্গলবার ভোট গ্রহণ এবং সারারাত গণনা শেষে আজ বুধবার সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

সভাপতি পদে জাতীয়তাবাদী প্যানেলের প্রার্থী মো. মেজবাউল হক মেজবা ২৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. নজরুল ইসলাম বাদশা পেয়েছেন ২৬৮ ভোট। সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী প্যানেলের এ এফ এম নূরতাজ আলম বাহার ২৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. লুৎফর রহমান (সিংগাইর) পেয়েছেন ২৫০ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মতিয়র রহমান আঙ্গুর পেয়েছেন ৩৩ ভোট।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল থেকে বিজয়ী অন্যরা হলেন— সহসভাপতি হেলাল উদ্দিন (২৭৪ ভোট), অর্থ সম্পাদক মোহাম্মদ শরীফুল হক রতন (৩০৯ ভোট), পাঠাগার সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন (২৭০ ভোট), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এ কে এম সেজান বখত (২৭৫ ভোট), কার্যনির্বাহী সদস্য মো. আব্দুল জলিল (২৬৪ ভোট) ও মো. সোলায়মান কবির (২৬ ভোট)।

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে বিজয়ীরা হলেন— সহসাধারণ সম্পাদক মো. শহিদুল্লাহ (৩২৩ ভোট), ক্রীড়া সম্পাদক মো. হাসান সাঈদ (৩৩৩ ভোট), নিরীক্ষক মো. মাহ্ফুজুর রহমান মিটুল (২৮৬ ভোট) ও মোহাম্মদ গোলাম মোস্তফা (২৮৩ ভোট), কার্যনির্বাহী সদস্য মো. এহসান খান (৩০৮ ভোট), জেসমিন রহমান বিথী (২৮৫ ভোট) ও মো. শরিফুল ইসলাম (২৪৪ ভোট) ।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মেহের উদ্দিন বলেন, 'মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। মোট ৫৮৬ জন ভোটারের মধ্যে ৫৫৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।'

Comments

The Daily Star  | English

Hajj primary registration deadline set for October 23

The Religious affairs ministry today advised prospective Hajj pilgrims to complete primary registration for next year's Hajj by October 23.

12m ago