দূতাবাস চালু

সরিষাবাড়ীতে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

আর্জেন্টিনা_শোভাযাত্রা
সরিষাবাড়ীতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ শোভাযাত্রা। ছবি: সংগৃহীত

বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস চালু হওয়ায় জামালপুরের সরিষাবাড়ীতে আনন্দ শোভাযাত্রা করেছে আর্জেন্টিনার ফুটবল দলের সমর্থকরা। 

আজ শুক্রবার সকালে সরিষাবাড়ী পৌর এলাকার আরামনগর বাজারের জিকে প্লাজায় এ শোভাযাত্রা শুরু হয়। পরে পৌরসভা, হাসপাতাল, মুক্তিযোদ্ধা সংসদ মোড় প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে এটি শেষ হয়।

স্থানীয় আর্জেন্টিনা সমর্থকদের গোষ্ঠীর সদস্যদের আয়োজনে প্রায় ২ শতাধিক মানুষ এতে অংশ নেয়।  

আর্জেন্টিনার সমর্থক রুবেল দ্য ডেইলি স্টারকে বলেন, 'মেসিভক্ত মাসুদ চাচার নেতৃত্বে শোভাযাত্রায় অংশ নিয়েছি। দেশে আর্জেন্টিনার দূতাবাস চালু হওয়ায় আমরা খুশি।' 

শোভাযাত্রা অংশ নেওয়া ব্রাজিলের সমর্থক আবির বলেন, 'যদিও আমি ব্রাজিল সমর্থক। কিন্তু বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস চালু হওয়ায় আমি আনন্দিত। আর এ কারণেই আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া।'

স্থানীয় আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক মাসুদুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'দীর্ঘ ৪৫ বছর পর বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস চালু হওয়ায় আমরা গর্বিত। আর্জেন্টিনা বাংলাদেশের কৃষিখাতের সক্ষমতা বাড়াতে কৃষিপ্রযুক্তি সরবরাহ করবে। এতে আমরা খুবই আনন্দিত।'

শোভাযাত্রা আয়োজনের মাধ্যমে দূতাবাসের মাধ্যমে আর্জেন্টিনার মেসিসহ ফুটবল দলকে জামালপুরের সরিষাবাড়ীতে আসার আহ্বান জানান তারা।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রাজধানীর বনানীতে আর্জেন্টিনা দূতাবাসের উদ্বোধন করেন।

আর্জেন্টিনার সামরিক সরকার ১৯৭৮ সালে ঢাকার দূতাবাস বন্ধ করে দেয়।

এরপর থেকে বাংলাদেশের সঙ্গে দেশটির কূটনৈতিক কার্যক্রম ও ভিসা সংক্রান্ত কার্যক্রম ভারতের দূতাবাস থেকে পরিচালিত হচ্ছিল।

 

Comments

The Daily Star  | English

Decision on AL political activities ban after official gazette received: CEC

The CEC made the remarks following a meeting with a delegation from the US-based organisation Carter Center

1h ago