পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে ১০ ঘণ্টায় ১৯৬ মামলা হাইওয়ে পুলিশের
পদ্মা সেতুর দক্ষিণে জাজিরা প্রান্ত থেকে এক্সপ্রেসওয়েতে গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য হাইওয়ে পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে।
অভিযানের প্রথম দিন আজ সোমবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পদ্মা সেতুর দক্ষিণ প্লাজা থেকে বগাইল টোল প্লাজা পর্যন্ত ২৩ কিলোমিটার পথে ১০ ঘণ্টায় উচ্চ গতির কারণে বাস, প্রাইভেট কার ও মাইক্রোবাসকে ১৯৬টি মামলা করা হয়েছে।
মাদারীপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে (ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে) ওই অংশে ঢাকামুখী দুটি ও ভাঙ্গামুখী দুটিসহ মোট চারটি দল এ অভিযান পরিচালনা করে। প্রতিটি দলে ১০ জন করে মোট ৪০ জন সদস্য ছিলেন।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে গতি রোধ ও সচেতনতা সৃষ্টির জন্য আগামী বৃহস্পতিবার পর্যন্ত অভিযান চলবে।
মাদারীপুর হাইওয়ে পুলিশের এসপি মো. মাহবুবুল আলম গণমাধ্যমকে বলেন, এত অল্প সময়ে হাইওয়ের ২৩ কিলোমিটার অংশে উচ্চ গতির কারণে ১৯৬টি মামলা করার নজির নেই। তিনি বলেন, মামলা করার পাশাপাশি মহাসড়কে সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়।
Comments