মেট্রোরেলের উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন চালু ৩১ মার্চ

এর মধ্যে দিয়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের ৯টি স্টেশনই চালু হচ্ছে।
মেট্রোরেল
মেট্রোরেল। স্টার ফাইল ফটো

আগামী ৩১ মার্চ মেট্রোরেলের উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন চালু হতে যাচ্ছে।

আজ বুধবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।

এর মধ্যে দিয়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের ৯টি স্টেশনই চালু হচ্ছে।

ডিএমটিসিএলের এক অফিস আদেশে বলা হয়, উত্তরা দক্ষিণ এবং শেওড়াপাড়া স্টেশন পরিচালনায় সমন্বয় করতে দুটি আলাদা টিম গঠন করা হয়েছে।

তবে এ প্রসঙ্গে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিকের মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।

গত ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন করেন এবং পরদিন জনসাধারণের চলাচলের জন্য মেট্রোরেল উন্মুক্ত করে দেওয়া হয়।

প্রথমে কোনো স্টপেজ ছাড়াই উত্তরা-আগারগাঁও রুটে মেট্রোরেল চলাচল করে। পরে পর্যায়ক্রমে আরও ৫টি স্টেশন চালু হয়।

বর্তমানে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে। 

এর আগে কর্তৃপক্ষ জানায়, ৯টি স্টেশন চালু হলে মেট্রোরেল চলাচলের সময়কাল বাড়ানো শুরু করবে এবং জুলাই থেকে পূর্ণাঙ্গভাবে (সকাল থেকে মধ্যরাত) পরিচালনা করা হবে।

 

Comments