সিরাজগঞ্জে পুকুর থেকে বিষ্ণু মূর্তি উদ্ধার

সিরাজগঞ্জের তারাশে পুকুর খনন করতে গিয়ে একটি প্রাচীন বিষ্ণু মূর্তি পাওয়া গেছে। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের তারাশে পুকুর খনন করতে গিয়ে একটি প্রাচীন বিষ্ণুমূর্তি পাওয়া গেছে।

শুক্রবার সকালে মূর্তিটি উদ্ধারের পর আজ শনিবার এটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রত্নতাত্বিক গবেষণার জন্য মূর্তিটি জাদুঘরে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘরগ্রামের জয়নাল আবেদীনের পুকুর খননের সময় মাটির নিচ থেকে এ মূর্তির সন্ধান পাওয়া যায়।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, 'উদ্ধারকৃত অংশটি বিষ্ণু মূর্তির ওপরের অংশ বলে মনে হচ্ছে। স্থানীয়রা মূর্তিটি পুলিশের কাছে হস্তান্তর করেছে। তারাশ থানায় এটি সংরক্ষণ করা হয়েছে। এ ব্যাপারে আদালতের নির্দেশ অনুযায়ী মূর্তিটি যাদুঘরে পাঠানো হবে।'

এদিকে সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রত্নতত্ত্ববিদ রিফাত উর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'উদ্ধারকৃত বিষ্ণুমূর্তিটির প্রত্নতাত্বিক গবেষণার পরে এটির সঠিক সময়কাল নির্ধারণ করা যাবে।'

সিরাজগঞ্জের রায়গঞ্জ ও তারাশ এলাকায় পাল সাম্রাজ্য পরবর্তী অনেক স্থাপনার সন্ধান পাওয়া গেছে। এ অঞ্চলে বেহুলার কুপেরও সন্ধান পাওয়া গেছে। ফলে এ অঞ্চলের প্রত্নতাত্বিক গুরুত্ব রয়েছে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

15h ago