বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে ‘গার্ড অব অনার’

বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে ‘গার্ড অব অনার’
বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হচ্ছে। ছবি: রাশেদ সুমন/স্টার

কেন্দ্রীয় শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীকে 'গার্ড অব অনার' প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে 'গার্ড অব অনার' প্রদান করা হয়।

এর আগে আজ সকাল ১০টায় তার মরদেহ বারডেম হাসপাতালের হিমঘর থেকে শহীদ মিনারে চত্বরে আনা হয়। সেখানে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১১টার দিকে মারা যান ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। করোনার পর কিডনি সমস্যার পাশাপাশি তার লিভারের সমস‌্যাও দেখা দেয়। এ ছাড়া, তিনি অপুষ্টি‌সহ গুরুতর সেপ‌টি‌সে‌মিয়ায় আক্রান্ত ছিলেন।

 

Comments

The Daily Star  | English

Dhaka gridlocked as BNP, Jamaat political rallies bring city to a halt

Traffic congestion had spread to various parts of the city, Mirpur and Uttara experienced comparatively less disruption

38m ago