নারায়ণগঞ্জে ওয়াসার পানিবাহী গাড়ির চাপায় কৃষক নিহত

এ ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী ওয়াসার ওই গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ওয়াসার পানিবাহী গাড়ির নিচে চাপা পড়ে এক কৃষক মারা গেছেন। এ ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী ওয়াসার ওই গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

আজ সোমবার দুপুর ১টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের সরাবদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মজিবুর রহমান (৬৫) একই ইউনিয়নের আতাদী গ্রামের বাসিন্দা ছিলেন।

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সরাবদী গ্রামে ওয়াসার পানি শোধনাগার নির্মাণ প্রকল্পের কাজ চলছে। এই প্রকল্পের কাজের পানিবাহী একটি গাড়ির নিচে চাপা পড়েন বৃদ্ধ কৃষক মজিবুর রহমান। ঘটনাস্থলেই তিনি মারা যান।

পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'ওয়াসার পানি শোধনাগার প্রকল্পের একটি পানিবাহী গাড়ি পেছনের দিকে যাচ্ছিল। অসাবধানতাবশত ওই গাড়ির নিচে চাপা পড়েন বৃদ্ধ কৃষক।'

পরে গ্রামবাসী উত্তেজিত হয়ে গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ গাড়ির আগুন নেভায় বলে বলে জানান তিনি।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Comments