পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলবে যে ৬ শর্তে
নিষিদ্ধ থাকার প্রায় ১০ মাস পর আগামী বৃহস্পতিবার ভোর ৬টা থেকে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল করবে। ৬টি শর্তসাপেক্ষে এই অনুমোদন দিয়েছে সেতু বিভাগ।
আজ মঙ্গলবার দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে সেই ৬ শর্তের কথা জানানো হয়েছে।
শর্তগুলো হলো—
১। নির্ধারিত টোল দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিসীমার মধ্যে সেতু পারাপার করতে হবে।
২। নির্ধারিত টোলবুথ ও নির্ধারিত লেন দিয়ে চলাচল করতে হবে।
৩। কোনো অবস্থাতেই লেন পরিবর্তন বা ওভারটেক করা যাবে না।
৪। চালক ও আরোহীকে হেলমেটসহ প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী ব্যবহার করতে হবে।
৫। কোনো অবস্থাতেই সেতুর ওপর দাঁড়ানো বা ছবি তোলা যাবে না।
৬। চালকসহ সর্বোচ্চ ২ জন মোটরসাইকেলে চড়তে পারবে।
শৃঙ্খলা না মানলে মোটরসাইকেল চলাচলের এ সুযোগ বাতিল করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে সেতু বিভাগ।
Comments