কক্সবাজার সাগরে ভেসে উঠল জালে পেঁচানো বিশাল মৃত তিমি

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে হিমছড়ি থেকে দরিয়ানগর পয়েন্ট পর্যন্ত সাগরে জাল পেঁচানো একটি বড় আকারের মৃত তিমি ভাসতে দেখা গেছে।
আজ মঙ্গলবার সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত কক্সবাজার সৈকতের হিমছড়ি থেকে দরিয়ানগর পয়েন্ট পর্যন্ত এলাকার অন্তত ১ কিলোমিটার দূরে সাগরে মৃত তিমিটি ভাসতে দেখা যায়।
কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভাসমান মৃত তিমিটি অন্তত ৫০ ফুটের বেশি দৈর্ঘ্যের এবং এটি পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে। ধারণা করা হচ্ছে, তিমিটির অন্তত সপ্তাহখানেক আগে মৃত্যু হয়েছে।
স্থানীয়দের বরাতে মাসুম বিল্লাহ আরও বলেন, 'সকালে মৃত তিমিটি ভাসতে দেখে স্থানীয় লোকজন ও জেলেরা প্রশাসন, বনবিভাগ ও পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে জেলা প্রশাসনের কয়েকজন বিচকর্মী স্পিডবোটে করে সাগরে তিমিটির ভাসমানস্থলে যান। এটি পঁচে যাওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছে। তিমিটির শরীরে মাছ ধরার জাল পেঁচানো অবস্থায় দেখা গেছে। তিমিটির মৃত্যুর কারণ এখনো জানা সম্ভব হয়নি।'
জানতে চাইলে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউটের (বুরি) মহাপরিচালক সমুদ্রবিজ্ঞানী সাঈদ মোহাম্মদ বেলাল হায়দার বলেন, 'সকালে সাগরে মৃত তিমি ভাসার খবর পেয়ে বুরির একটি দল ড্রোনের মাধ্যমে ছবি ও ভিডিওচিত্র সংগ্রহ করে। পরে ছবিগুলো পর্যালোচনা করে দেখা গেছে- মৃত তিমিটি 'ব্রাইডস' প্রজাতির। তিমিটির শরীর মাছ ধরার জাল পেঁচানো অবস্থায় রয়েছে। তিমিটির মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। তিমিটি মাছ ধরার বিশাল জালে আটকা পড়ে এবং গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে কিংবা অন্য কোনো কারণে মৃত্যু হয়ে থাকতে পারে। তিমিটি জোয়ার-ভাটার কারণে প্রতিনিয়ত অবস্থান পরিবর্তন করছে। এটি কূলে ভেসে এলে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।'
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ জানান, বিকাল ৩টা পর্যন্ত তিমিটি সাগরের পানিতে ভাসতে দেখা গেছে। এটি জোয়ার-ভাটায় ভেসে না এলে কূলে আনার ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে বনবিভাগসহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে।
Comments