টিকিটবিহীন যাত্রীদের স্টেশনে ঢুকতে বাধা, ইটপাটকেল নিক্ষেপ

পুলিশ ও রেলওয়ে নিরাপত্তাবাহিনীর বাধা উপেক্ষা করে ট্রেনের ছাদে উঠছেন টিকিটবিহীন যাত্রীরা। ছবি: ফেসবুক/বাংলাদেশ রেলওয়ে ফ্যান গ্রুপ

টিকিটবিহীন যাত্রীরা ঢাকা বিমানবন্দর স্টেশনে ঢুকতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেছেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ইটপাটকেল নিক্ষেপ চলে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

টিকিটবিহীন যাত্রীদের ট্রেনে ওঠা ঠেকাতে রেল কর্তৃপক্ষের সব চেষ্টা আজ ভেস্তে গেছে। বিকেল থেকেই হাজারো ঘরমুখো মানুষ ঢাকার কমলাপুর ও বিমানবন্দর স্টেশনে ভিড় করেন। এক পর্যায়ে তারা পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর বাধা উপেক্ষা করে স্টেশনে ঢুকে ট্রেনের ছাদে উঠে পড়েন অনেকে।

পুলিশ বলছে, টিকিটবিহীন যাত্রীরা পুলিশের বাধা উপেক্ষা করে স্টেশনে ঢুকে পড়েছেন।

এবার ঈদযাত্রায় ট্রেনের শোভন চেয়ার শ্রেণির মোট আসন সংখ্যার ২৫ শতাংশ আসনবিহীন টিকিট ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছিল রেলওয়ে কর্তৃপক্ষ। এর বাইরে আর কেউ যাতে ট্রেনে উঠতে না পারে তার জন্য স্টেশনের ফটকে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছিল। টিকিটের সঙ্গে পরিচয়পত্র যাচাই করে স্টেশনে যাত্রীদের ঢোকানো হচ্ছিল। কিন্তু আজ বিকেলে চাপ বেড়ে যাওয়ায় এই ব্যবস্থা ভেঙে পড়ে।

বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইন-চার্জ উপসহকারী পরিদর্শক শানু মং দ্য ডেইলি স্টারকে বলেন, বিনা টিকিটে কাউকে স্টেশনে ঢুকতে দেওয়া হচ্ছে না। কিন্তু বিকেল থেকে যাত্রীর চাপ বেড়ে যায়। এক পর্যায়ে টিকিটবিহীন যাত্রীরা স্টেশনে ঢুকতে ঢোকার জন্য ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত আমাদের দিকে ইটপাটকেল নিক্ষেপ হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

Comments

The Daily Star  | English

Pathways to the downfall of a regime

The erosion in the credibility of the Sheikh Hasina regime did not begin in July 2024.

6h ago