কনটেইনারে মালয়েশিয়া যাওয়া সেই ফাহিম মারা গেছে

চট্টগ্রাম থেকে একটি কনটেইনারে ঢুকে মালয়েশিয়া যাওয়া রাতুল ইসলাম ফাহিম (১৪) পানিতে ডুবে মারা গেছে।
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম দ্য ডেইলি স্টারকে জানান, গতকাল শনিবার দুপুরে বাড়ির পাশের পুকুরে ডুবে মারা যায় ফাহিম।
ফাহিম কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের সাতপুকুরিয়া গ্রামের মো. ফারুক মিয়ার ছেলে। ৩ ভাইয়ের মধ্যে সবার বড় ছিল ফাহিম।
ফাহিমের বাবা ফারুক মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'ফাহিম ছোটবেলা থেকেই একটু বুদ্ধি প্রতিবন্ধী। গতকাল সকাল থেকে আমরা সবাই ধানের কাজে ব্যস্ত ছিলাম। দুপুরে ফাহিম একা গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে তার মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়।'
এর আগে, গত ১৭ জানুয়ারি মালয়েশিয়ার কেলং বন্দরে কনটেইনার থেকে ফাহিমকে উদ্ধার করা হয়। এরপর গত ২২ ফেব্রুয়ারি তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।
Comments