কুমিল্লা

সীমান্তে ঘাস কাটতে গিয়ে বিএসএফের গুলিতে কৃষক আহত

কুমিল্লা
স্টার ডিজিটাল গ্রাফিক্স

কুমিল্লার বুড়িচংয়ে সীমান্ত এলাকায় ঘাস কাটতে গিয়ে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন।

আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বাকশিমুল ইউনিয়নের জামতলা সীমান্তে এ ঘটনা ঘটে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আহত কৃষক জালাল হোসেন (৩৫) একই ইউনিয়নের কোদালিয়া গ্রামের বাসিন্দা।

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

ওসি ইসমাইল হোসেন ডেইলি স্টারকে বলেন, 'বিএসএফের গুলিতে আহত ব্যক্তি একজন সাধারণ কৃষক। স্থানীয়রা বিজিবির সহযোগিতায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল হাসপাতালে ভর্তি করেছে।'

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ভারত-বাংলাদেশ সীমান্তের জামতলা এলাকায় গরুর জন্য ঘাস কাটতে যান জালাল হোসেন। এ সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা তাকে গুলি করে।

এ বিষয়ে জানতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উত্তর-পূর্ব সীমান্ত অঞ্চলের কুমিল্লা সেক্টরের ১০ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল রেদোয়ানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি তার এলাকায় ঘটেনি এবং তিনি এ বিষয়ে  জানেন না বলে মন্তব্য করেন। 

ঘটনার বিষয়ে জানতে পাশের ৬০ ব্যাটালিয়ন (সুলতানপুর) বিজিবির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Comments

The Daily Star  | English

JCD announces 27-member panel for Ducsu election

One post left vacant in honour of injured student

42m ago