কিশোরকে গাছে বেঁধে ৬ ঘণ্টা নির্যাতন, অভিযুক্তকে ছেড়ে দিলো পুলিশ

আজ বৃহস্পতিবার সরিষাবাড়ী পৌর এলাকার উদয়ন মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরকে মুক্ত করে স্থানীয় কাউন্সিলর সুরুজ্জামানের কাছে হস্তান্তর করে। ছবি: সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ীতে মোবাইল ফোন চুরির অভিযোগ এনে স্থানীয় এক কিশোরকে গাছের সঙ্গে বেঁধে ৬-৭ ঘণ্টা নির্যাতন করা হলেও অভিযুক্তকে ছেড়ে দিয়েছে পুলিশ।

ওই কিশোর ও তার পরিবারের সদস্যদের দাবি, মিথ্যা ঘটনা সাজিয়ে তাকে নির্যাতন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সরিষাবাড়ী পৌর এলাকার উদয়ন মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নির্যাতিত কিশোর, তার পরিবারের সদস্য ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, আজ সকালে পাশের গ্রামের সাইদুর রহমান নামে এক ব্যক্তির বাড়ির সামনের রাস্তা দিয়ে ফিরছিল স্কুলপড়ুয়া ওই কিশোর। হঠাৎ পেছন থেকে সাইদুর চোর চোর বলে চিৎকার করতে থাকেন। এ সময় তিনিসহ আরও কিছু স্থানীয় ব্যক্তি কিশোরকে ধাওয়া করে ধরে ফেলেন। পরে তাকে একটি গাছের সঙ্গে বেঁধে ৬ থেকে ৭ ঘণ্টা নির্যাতন করা হয়।

খবর পেয়ে পুলিশ বিকেলের দিকে ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরকে মুক্ত করে স্থানীয় কাউন্সিলর সুরুজ্জামানের কাছে হস্তান্তর করে।

নির্যাতনের শিকার কিশোর দ্য ডেইলি স্টারকে বলে, 'আমি মোবাইল ফোন চুরি করিনি। আমার কাছে কোনো মোবাইল ফোন ছিল না। আমাকে মিথ্যা অপবাদ দিয়ে নির্যাতন ও অপমান করা হয়েছে।'

নির্যাতনকারী জামাল উদ্দিনের ভাষ্য, 'আমরা শিশুটিকে নির্যাতন করি নি। আমার মোবাইল চুরি করেছে ওই কিশোর। সে কারণে তাকে বেঁধে রেখেছিলাম।'

নির্যাতনকারীকে ছেড়ে দেওয়ার কারণ জানতে চাইলে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির বলেন, 'এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। তাই কিশোরকে স্থানীয় কাউন্সিলর মো. সুরুজ্জামানের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।'

Comments