গাছ রক্ষার দাবিতে আন্দোলনকারীদের নগরভবনে যেতে পুলিশের বাধা

বঙ্গবাজার মোড়ে পুলিশ আন্দালনকারীদের আটকে দেয়। ছবি: রাশেদ সুমন/স্টার

রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ সড়কে গাছ রক্ষার দাবিতে আন্দোলনকারীদের নগরভবন ঘেরাও কর্মসূচীতে বাধা দিয়েছে পুলিশ।

আজ রোববার দুপুর ১২টার দিকে আন্দোলনকারীরা মিছিল নিয়ে নগরভবনের দিকে যেতে চাইলে বঙ্গবাজার মোড়ে পুলিশ তাদের আটকে দেয়। পরে তারা সেখানেই অবস্থান নেন।

পরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন।

এসময় আন্দোলনকারীরা তাদের দাবি তুলে ধরলে মিজানুর রহমান বলেন, 'আমি আপনাদের দাবিগুলো মেয়রের কাছে তুলে ধরব। পরে আপনাদের জানাব তিনি কী সিদ্ধান্ত নিয়েছেন।'

বঙ্গবাজার মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে সেখানেই অবস্থান নেন গাছ রক্ষা আন্দোলেনের কর্মীরা। ছবি: দীপন নন্দী/স্টার

তবে তিনি কোনো সময়সীমার কথা বলেননি। মিজানুর রহমানের আশ্বাসের পর আন্দোলনকারীরা সেখান থেকে চলে যান।

আন্দোলনকারীদের পক্ষে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, 'দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র জবাবদিহির জায়গা থেকে প্রস্তুত না। তার সিদ্ধান্ত যে সঠিক নয় তিনি তা বুঝে গেছেন। এ জন্য তিনি আমাদের মুখোমুখি হচ্ছেন না। আমরা আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। আমাদের যে গাছ পাহারা চলছে তা চলমান থাকবে।'

এর আগে আজ সকাল ১১টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে থেকে নগরভবনের দিকে যান আন্দোলনকারীরা।

Comments

The Daily Star  | English

CA terms trade deal with US ‘a decisive diplomatic victory’

"Our negotiators have demonstrated remarkable strategic skill,” said Yunus

1h ago