বিদেশ থেকে আসা যাত্রীদের আর কোভিড পরীক্ষা ও টিকা কার্ড লাগবে না

স্টার ফাইল ছবি

এখন থেকে বাংলাদেশের বাইরে থেকে আসা যাত্রীদের অনলাইন হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করতে হবে না। সেই সঙ্গে কোভিড পরীক্ষার রিপোর্ট বা টিকা কার্ডও আর দেখানোর প্রয়োজন হবে না।

সারা বিশ্বে কোভিড মহামারি পরিস্থিতি প্রায় স্বাভাবিক হয়ে যাওয়ায় বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় আজ নতুন এই সিদ্ধান্ত নিয়েছে।

তবে বাংলাদেশ থেকে যারা বিদেশে যাবেন তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক ঘোষণায় বলেছে, বিদেশগামী যাত্রীদের তাদের গন্তব্য দেশের নিয়ম মেনেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

সেই সঙ্গে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং কোভিড সম্পর্কিত অন্যান্য প্রতিরোধমূলক বিধিনিষেধও শিথিল করা হয়েছে। তবে যারা উচ্চ ঝুঁকিপূর্ণ স্থান যেমন হাসপাতাল বা ক্লিনিকে কর্মরত ভ্রমণকারীরা এবং কম রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন যাত্রীদের সতর্কতা হিসেবে মাস্ক পরতে হবে।

হজ যাত্রীদের অবশ্যই সৌদি আরবের নির্ধারিত শর্ত মেনে চলতে হবে এবং মার্স ভাইরাসের বিস্তার রোধে উট থেকে দূরত্ব বজায় রাখতে হবে।

Comments

The Daily Star  | English

4 hurt in RU clashes

The confrontations took place in four separate incidents, spanning from last night and today

5h ago