২০ মিলিমিটার বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা

বৃষ্টিতে চট্টগ্রামের মেহেদিবাগে জলাবদ্ধতা। ছবি: নজরুল ইসলাম/স্টার

গত ২৪ ঘণ্টায় মাত্র ২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রাম, আর তাতেই বন্দরনগরীর নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সড়কে পানি জমে যাওয়ায় দুর্ভোগে পড়েছে নগরবাসী।

চট্টগ্রাম আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

খবর নিয়ে জানা গেছে, বৃষ্টিতে নগরের ওয়াসা, জিইসি মোড়, দুই নম্বর গেট, মুরাদপুর, মেহেদিবাগ, কাতালগঞ্জ, চকবাজার, বাকলিয়াসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।

অল্প বৃষ্টিতে রাস্তায় পানি জমে যাওয়ায় ক্ষোভ জানান নগরবাসী।

নগরের বাসিন্দা শ্যামল নন্দী বলেন, 'অল্প বৃষ্টিতে ওয়াসার মোড়ে হাঁটু পানি জমে যান চলাচলে কষ্ট হচ্ছে।'

গত এক দশক ধরে বন্দরনগরীর বড় সমস্যা হয়েছে উঠেছে জলাবদ্ধতা। এই সমস্যা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ দুইটি ও পানি উন্নয়ন বোর্ড একটি প্রকল্প বাস্তবায়ন করছে।

গত মাসে এক সভায় সিডিএর চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ বলেছিলেন, 'চট্টগ্রামে আগে যে রকম জলাবদ্ধতা হতো, এবার তা হবে না।'

এদিকে আগামী ২৪ ঘণ্টায়ও বন্দরনগরীতে বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের সহকারী পূর্বাভাস কর্মকর্তা শ্রীকান্ত কুমার বসাক।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'মৌসুমি বায়ু সক্রিয় হয়ে চট্টগ্রাম উপকূল এলাকায় চলে এসেছে। ফলে বৃষ্টিপাত হচ্ছে। বর্ষাকালে শুরু হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রামের কিছু কিছু এলাকায় হালকা ও ভারি বৃষ্টিপাত হয়েছে।'

Comments

The Daily Star  | English

Dengue cases see sharp rise in early July

Over 1,160 hospitalised in first 3 days, total cases cross 11,000

15h ago