সাপের কামড়ে বছরে মৃত্যু সাড়ে ৭ হাজারের বেশি

স্থানীয়ভাবে কোনো অ্যান্টিভেনম উৎপাদিত হয় না।
রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

দেশে প্রতি বছর প্রায় ৪ লাখ ৩ হাজার মানুষকে সাপে কামড়ে দেয় এবং তাদের মধ্যে ৭ হাজার ৫১১ জন মারা যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ ইউনিটের এক গবেষণায় দেখা গেছে, সাপের কামড়ের সব ঘটনার মধ্যে এক চতুর্থাংশ বিষাক্ত, যাদের ১০ দশমিক ৬ শতাংশ শারীরিক ও ১ দশমিক ৯ শতাংশ মানসিক অক্ষমতা দেখা যায়।

সাপের কামড়ের মধ্যে ৯৫ শতাংশ ভুক্তভোগী গ্রামীণ অঞ্চলের এবং নারীদের তুলনায় ১ দশমিক ৪ শতাংশ বেশি পুরুষ সাপের কামড়ের ঝুঁকিতে থাকে।

সাপের কামড় এবং মৃত্যুর উচ্চ প্রকোপ হার সত্ত্বেও, স্থানীয়ভাবে কোনো অ্যান্টিভেনম উৎপাদিত হয় না।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, 'এটা (মৃত্যু) অনেক বড় সংখ্যা। আমাদের একটি ভেনম সংগ্রহ কেন্দ্র আছে। আমাদের অ্যান্টি ভেনম উৎপাদনের ব্যবস্থা নিতে হবে।'

অনুষ্ঠানে বাংলাদেশের জনগণের ওপর করা ২০২১-২০২২ সালের মধ্যে পরিচালিত বিভিন্ন অসংক্রামক রোগের ওপর ১৭টি গবেষণা তুলে ধরা হয়।

এক গবেষণায় দেখা গেছে, প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় ২৫ শতাংশ উচ্চ রক্তচাপে ভুগছেন, ১০ শতাংশ ডায়াবেটিসে ভুগছেন এবং ৫ শতাংশ স্থূলকায়।

Comments

The Daily Star  | English

Mob beating at DU: Six students confess involvement

Six students of Dhaka University, who were arrested in connection with killing of 35-year-old Tofazzal Hossain inside their hall on Wednesday, confessed to their involvement in the crime before a magistrate

5h ago