রাজবাড়ী ও জামালপুরে সাপের কামড়ে ২ জনের মৃত্যু

মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন এক নারীর মৃত্যু হয়।

রাজবাড়ী ও জামালপুরের সরিষাবাড়িতে সাপের কামড়ে দুজনের মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে  রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন এক নারীর মৃত্যু হয়। 

ওই নারীর নাম সুবিতা দাস (৬০)। তিনি কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের ধুবারিয়া গ্রামের ধীরেন্দ্র নাথ দাসের স্ত্রী।

স্বজনদের অভিযোগ, চিকিৎসকের অবহেলায় ওই নারীর মৃত্যু হয়েছে।

সুবিতার স্বজন অন্তর কুমার দাস জানান, বিকেল ৫টার দিকে সুবিতাকে বাড়ির টিউবয়েলর কাছে (গোখরা) সাপে কামড় দেয়। ৬টা ২০ মিনিটে সুবিতাকে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তাকে দোতলায় ২২০ নম্বর কক্ষে চিকিৎসক শামীম আহসানের কাছে নেওয়া হলে সেখানে তার হাতের বাধন খুলে ড্রেসিং করার পরামর্শ দেওয়া হয়। এরপরে তাকে তৃতীয় তলায় মহিলা মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।

তিনি অভিযোগ করে বলেন, 'শামীম আহসান বলেছিলেন ১ ঘণ্টা পর্যবেক্ষণের পর তার অ্যান্টিভেনম দেওয়া হবে। কিন্তু রোগীর অবস্থা খারাপ হতে থাকে। তাকে বিষয়টি জানালে তিনি বলেন অ্যান্টিভেনম রেডি করতে সময় লাগবে। পরে রোগীর অবস্থা আরও খারাপ হলে তিনি ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। কিন্তু হাসপাতাল থেকে বের হওয়ার আগেই ৭টা ১০ মিনিটে সুবিতা মারা যান।'

জানতে চাইলে সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট মো. শামীম আহসান সংবাদিকদের বলেন, 'একজন সাপে কামড়ানো রোগীকে অ্যান্টিভেনম দিতে গেলে ৩০ থেকে ৪০ মিনিট সময় প্রযোজন হয়। হাসপাতালে আনার পর থেকেই আমরা তার পর্যাপ্ত চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছি। অ্যান্টিভেনম দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। কিন্তু রোগী অ্যান্টিভেনম দেওয়ার আগেই মারা যান।'

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ মোহাম্মদ আব্দুল হান্নান দ্য ডেইলি স্টারকে বলেন, 'একজন সাপে কামড়ানো রোগীর মারা যাওয়ার ব্যাপারে আমি জুনিয়র কনসালটেন্ট মো. শামীম আহসান সাথে মোবাইলে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন ওই সাপের দংশনে আসা রোগী আসার পর তারা বেশি সময় পান নাই । এর মধ্যে তার স্বজনরা ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার জন্য রেফার্ড চেয়েছিল। সেটা দিতে দিতে রোগী মারা যায়।'

অভিযোগের বিষয়ে তিনি বলেন, 'অ্যান্টিভেনম দেওয়ার আগে রোগীকে কাউন্সেলিং করতে হয়। কারণ অ্যান্টিভেনম দেওয়ার পর অনেক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। মো. শামীম আহসান হয়তো কাউন্সেলিং করার জন্য সয়ম ব্যয় করেছেন।'

এদিকে জামালপুরে সরিষাবাড়ী উপজেলায় সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। তার নাম বাবুল মিয়া (৫০)। তিনি উপজেলার পিন্না ইউনিয়নের নলসন্ধা গ্রামের ইজ্জাত আলী মন্ডলের ছেলে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পিন্না ইউনিয়নের নলসন্ধা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসফিকুর রহমান জানান, দুপুর ১টা ২০ মিনিটে গবাদি পশুর ঘাস কেটে বাড়ি ফেরার পথে তাকে সাপে কামড় দেয়। প্রথমে স্থানীয় ওঝা ঝাড়ফুঁক দিয়ে বাঁচাবার চেষ্টা করে।

পরে তাকে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসক মেহেদী হাসান জানান, সাপের কামড়ে মৃত বাবুলকে দেরি করে হাসপাতালে আনা হয়েছিল।

 

Comments

The Daily Star  | English

Ritu Porna brace takes Bangladesh to verge of history

Peter Butler's charges beat favourites Myanmar 2-1 in Asian Cup Qualifiers

49m ago