গাছ লাগাতে পশুর হাট থেকে গোবর সংগ্রহ করবে ডিএনসিসি
কোরবানির পশুর হাট থেকে গোবর সংগ্রহের উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এই গোবর বৃক্ষরোপণের কাজে ব্যবহৃত হবে।
ডিএনসিসি বৃক্ষরোপণ কর্মসূচিতে সারা বছর ধরে এই গোবর সার হিসাবে ব্যবহার করার পরিকল্পনা করেছে।
ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এস এম শরীফ-উল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।
তিনি বলেন, এই প্রকল্পের লক্ষ্য এক বছরের মধ্যে ২ লাখ গাছ লাগানো। যার জন্য প্রচুর পরিমাণে সার প্রয়োজন হবে। এই চাহিদা মেটাতে ডিএনসিসি তার আওতাধীন স্থায়ী ও অস্থায়ী গরুর হাট থেকে গোবর সংগ্রহ করবে।
সংগৃহীত গোবর গাবতলীতে সংরক্ষণ করা হবে বলে জানান শরীফ-উল ইসলাম
Comments