‘নির্বাচনী বিদ্যুৎ’ শেষ, সিলেটে ফিরেছে লোডশেডিং

প্রতীকী ছবি: সংগৃহীত

সিলেট সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ৫ জুন থেকে লোডশেডিংমুক্ত 'নির্বাচনী বিদ্যুৎ' উপভোগ করেছেন নগরবাসী।

গতকাল বুধবার আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আনোয়ারুজ্জামানের বিজয়ের মধ্য দিয়ে সিলেট সিটি করপোরেশন নির্বাচন শেষ হওয়ার পর আজ সকাল থেকেই আবার শুরু হয়েছে লোডশেডিং।

নগরীর গোয়াইটুলা এলাকার বাসিন্দা ও গাড়িচালক মো. আব্দুর রহমান বলেন, 'গতকাল রাতে ফোন চার্জ করিনি। ভেবেছিলাম লোডশেডিং তো আর হয় না, সকালে মোবাইল চার্জ দিবো। কিন্তু, সকাল ৬টা থেকে লোডশেডিং শুরু হলো। তখন খেয়াল হলো যে এতদিন আমরা নির্বাচনী বিদ্যুৎ উপভোগ করছিলাম।'

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য মতে, সিলেটে আজ বিদ্যুতের চাহিদা ১৭১ দশমিক ৫ মেগাওয়াট এবং পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ ১১৩ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছে। এর ফলে ৫৮ মেগাওয়াট লোডশেডিং দিতে হচ্ছে, যা চাহিদার ৩৩ দশমিক ৮২ শতাংশ।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা জানান, নির্বাচনের দিন নগর এলাকাগুলোকে লোডশেডিংমুক্ত রাখার নির্দেশনা থাকায় লোডশেডিং হয়নি এবং এখন নির্বাচন শেষ হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী মো. আব্দুল কাদির বলেন, 'চাহিদার বিপরীতে যে লোড পাওয়া যাচ্ছে, তাতে সিলেট নগরী এলাকায় ৩৩ দশমিক ৮২ শতাংশ লোডশেডিং দিতে হচ্ছে।'

 

Comments

The Daily Star  | English

Bangladesh's exports stuck in EU, US orbit

Non-garment exports struggle with quality standards and logistics bottlenecks

13h ago