মানিকগঞ্জে ৪৭টি গরু নিয়ে পদ্মায় ডুবে গেছে ট্রলার

ছবি: জাহাঙ্গীর আলম বিশ্বাস/স্টার

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদীতে ৪৭টি গরু নিয়ে একটি ট্রলার ডুবে গেছে।

আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সূত্রকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুপুর দেড়াটা পর্যন্ত ১৯টি গরু উদ্ধার করা হয়েছে।

কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুপক গাজী দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ঘটনার পরপরই হরিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরিয়ার রহমান ও হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য, ফায়ার সার্ভিসের ডুবুরি দলের মোট ১৩ সদস্য ঘটনাস্থলে আসেন।

জাহাঙ্গীর আলম বিশ্বাস/স্টার

গরুর খামারি ও ব্যবসায়ীরা জানিয়েছেন, গরুগুলো নিয়ে তারা সিরাজগঞ্জের চৌহালী থেকে নারায়ণগঞ্জের মোগড়াপাড়ায় কোরবানির পশুর হাটে যাচ্ছিলেন।

খামারি লাল মিয়া বলেন, 'ডুবে যাওয়া ট্রলারে আমার দুটি গরু ছিল। একটিও উদ্ধার হয়নি। আমি পথের ফকির হয়ে গেলাম।'

জাহাঙ্গীর আলম বিশ্বাস/স্টার

আবদুল্লাহ নামে আরেক খামারি বলেন, '৪টি গরু নিয়ে নারায়ণগঞ্জ যাচ্ছিলাম। একটি গরু উদ্ধার হয়েছে।'

খালেক বেপারী অভিযোগ করেন, তার ৯টি গরুর মধ্যে দুটি উদ্ধার হলেও একটি গরু বাহাদুরপুর এলাকার স্থানীয় বাসিন্দারা আটকে রেখেছে। গরুটি ফেরত দেয়নি।

ট্রলার মালিক ফারুক বলেন, 'কিছু বুঝে ওঠার আগেই ডুবে গেল ট্রলারটি।'

শাহরিয়ার রহমান জানান, ট্রলারে থাকা ৪৭টি গরুর মধ্যে ১৯টি গরু উদ্ধার হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো উদ্ধার অভিযান পরিচালনা করছেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত গরু ব্যবসায়ীদের তালিকা করে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

US issues 'worldwide caution' for Americans over Mideast conflict

JD Vance says US at war with Iran's nuclear programme, not Iran

1d ago