চাঁপাইনবাবগঞ্জে মঞ্চ নাটকে অভিনয়ের সময় ১৭ শিশু শিল্পী অসুস্থ

প্রাথমিক চিকিৎসা শেষে ৪ জনকে ও পরে বাকিদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জে মঞ্চ নাটকে অভিনয়ের সময় ১৭ শিশু শিল্পী অসুস্থ
ফাইল ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে জেলা শিল্পকলা একাডেমিতে নাটক করার সময় একযোগে ১৭ জন শিশু শিল্পী অসুস্থ হয়ে পড়লে তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার দিনগত রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
 
প্রাথমিক চিকিৎসা শেষে ৪ জনকে ও পরে বাকিদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, সোমবার শিল্পকলা একাডেমির হল রুমে 'ফলাফল নিম্নচাপ' নামে একটি নাটক মঞ্চস্থ হচ্ছিল। রাত ৮টার দিকে নাটকের ১৭ জন শিশু শিল্পীর চুলকানি শুরু হয় এবং অসুস্থ হয়ে পড়লে তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে ৪ জনকে ও পরে বাকিদের ছেড়ে দেয়া হয়।

তিনি বলেন, 'পোশাকে কিছু ছিল, যাতে এলার্জি হয়ে তারা অসুস্থ হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।'

Comments