হোলি আর্টিজানে হামলার ৭ বছর: নিহতদের প্রতি কূটনীতিকদের শ্রদ্ধা

হোলি আর্টিজানের হামলায় নিহতদের প্রতি আজ শনিবার শ্রদ্ধা জানানো হয়। ছবি: প্রবীর দাশ/স্টার

হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার সপ্তম বার্ষিকী উপলক্ষে আজ শনিবার ইতালি, জাপান, ভারত, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ ২০১৬ সালের ১ জুলাই ঢাকার গুলশানে সন্ত্রাসী হামলায় মর্মান্তিকভাবে নিহতদের স্মরণ করেছে ও শ্রদ্ধা জানিয়েছে।

দিবসটি উপলক্ষে ঢাকাস্থ ইতালীয় দূতাবাসে একটি স্মৃতিফলক উদ্বোধন করা হয়।

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও মার্কিন দূতাবাসের সিডিএসহ ঢাকায় ৪টি মিশনের প্রতিনিধিরা ৭ বছর আগে এই দিনে ঢাকার হোলি আর্টিজান বেকারিতে নৃশংস সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনের সময় ভারতীয় হাইকমিশনার ভার্মা বলেন যে তাদের প্রার্থনায় থাকা সব নিহতদের জন্য আজ স্মরণের দিন।

তিনি আরও বলেন, 'বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু ও অংশীদার হিসেবে আমরা এই বর্বরোচিত ও অমানবিক ঘটনার শোক ও আঘাত পুরোপুরি ভাগ করে নিই।'

প্রণয় ভার্মা বলেন, 'এই ধরনের হামলা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের সংকল্পকে আরও শক্তিশালী করে তোলে এবং আমাদের বিশ্বাস আরও দৃঢ় করে যে, কোনো কারণই সন্ত্রাসবাদকে সমর্থন করাতে পারে না।'

ঘনিষ্ঠ সহযোগিতামূলক প্রচেষ্টার মাধ্যমে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে ভারতের অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

Comments

The Daily Star  | English

US sends list of items, seeking zero duty

The US has demanded zero duty facility for a large number of its products from Bangladesh.

12h ago