সিরিয়ায় গুম ব্যক্তিদের বিষয়ে জাতিসংঘে ভোটদানে বিরত বাংলাদেশ, যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

‘রাজনৈতিক ইস্যু তৈরি করতে না চাওয়া’র কারণে সিরিয়ায় গুম বা নিখোঁজ হওয়া প্রায় ১ লাখ ৩০ হাজার মানুষের অবস্থান ও চূড়ান্ত পরিণতির বিষয়ে জাতিসংঘের স্বতন্ত্র তদন্ত কমিশন গঠনের প্রস্তাবে বাংলাদেশ ভোটদানে বিরত থেকেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ফাইল ফটো

'রাজনৈতিক ইস্যু তৈরি করতে না চাওয়া'র কারণে সিরিয়ায় গুম বা নিখোঁজ হওয়া প্রায় ১ লাখ ৩০ হাজার মানুষের অবস্থান ও চূড়ান্ত পরিণতির বিষয়ে জাতিসংঘের স্বতন্ত্র তদন্ত কমিশন গঠনের প্রস্তাবে বাংলাদেশ ভোটদানে বিরত থেকেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

আজ শনিবার ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠান শেষে দ্য ডেইলি স্টারকে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমাদের ভোটদানে বিরত থাকার মূল উদ্দেশ্য হলো আমরা এটাকে পলিটিক্যাল ইস্যু করতে চাই না।'

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, 'বাংলাদেশের সাধারণ নীতি হলো কোনো দেশ নিয়ে নির্দিষ্ট রেজুলেশনে ভোট দেওয়া থেকে বিরত থাকা। শুধু মিয়ানমার ছাড়া, কারণ রোহিঙ্গাদের বিষয়ে মিয়ানমারের পদক্ষেপের কারণে বাংলাদেশ সরাসরি প্রভাবিত হয়।'

নিখোঁজ ব্যক্তিদের পরিবার ও স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার জাতিসংঘে এ প্রস্তাব গৃহীত হয়। এই প্রস্তাব গ্রহণের ওপর ভোটে ১৯৩টি দেশের মধ্যে ৮৩টি দেশ পক্ষে, ১১টি দেশ বিপক্ষে ভোট দিয়েছে। এ প্রস্তাবে ভোটদানে বিরত ছিল বাংলাদেশ ও ভারতসহ ৬২টি দেশ।

প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে রাশিয়া, চীন, কিউবা, বলিভিয়া, নিকারাগুয়া, ইরান, বেলারুশ ও জিম্বাবুয়েসহ ১১টি দেশ।

অন্যদিকে ভোটদানে বিরত থাকা অন্যান্য দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, পাকিস্তান, নেপাল, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিশর, লেবানন, মালয়েশিয়া।

প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, মিয়ানমার, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপের অধিকাংশ দেশ।

Comments

The Daily Star  | English

Independents all-time high

The number of independent aspirants submitting nomination papers for the upcoming national polls is at an all time high.

4h ago