কিশোরগঞ্জে পুকুর থেকে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার

পরিবারের সদস্য দাবি, হত্যার পরে তার মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয়েছে।
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি বাদল রহমানের (৬২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে শহরের চর শোলাকিয়া এলাকার ব্যাপারীবাড়ির পুকুরে তার মরদেহ পাওয়া যায়।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বাদলের পরিবারের সদস্য দাবি, হত্যার পরে তার মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয়েছে।

তারা সুষ্ঠু বিচার দাবি করেন।

রাসেল শেখ বলেন, 'ঘটনাটি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা তদন্তের বেরিয়ে আসবে।'

'মরদেহে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের জন্য আমরা মরদেহ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছি,' বলেন তিনি।

Comments