এক ইলিশের দাম ১০ হাজার টাকা

চাঁদপুর মাছ ঘাটে ২ কেজির কিছু বেশি ওজনের একেকটি ইলিশের দাম ১০ হাজার টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে। ছবি: স্টার

ভরা মৌসুমেও চাঁদপুর মাছ ঘাটে একটি ইলিশের দাম ১০ হাজার টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে। তবে মাছটির ওজন ২ কেজির কিছু বেশি।

এমন সাইজের ৯টি মাছসহ বিভিন্ন আকারের আরও কিছু ইলিশ নিয়ে গত দুদিন ধরে বসে আছেন ওই বাজারের বিক্রেতা মো. আলাউদ্দিন। তবে মিলছে না ক্রেতা।

আলাউদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'শুক্রবার বড় আকারের ৯টি ইলিশসহ বিভিন্ন আকারের আরও কিছু ইলিশ জেলেদের কাছ থেকে কিনেছিলাম। কিন্তু দুদিন ধরে সেগুলো বিক্রি করতে পারছি না। লোকজন এসে দর-দাম করে চলে যায়। এতে মাছগুলো নরম হয়ে যাচ্ছে। দামও কমে যাচ্ছে। কিন্তু ক্রেতা মিলছে না।'

শনিবার এই বাজারে দেড় কেজি ওজনের ইলিশ ৩ হাজার টাকা, এক কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশ ২ হাজার ৬০০ টাকা, এক কেজি ওজনের ইলিশ ২ হাজার ২০০ টাকা, ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ ১ হাজার ৯০০ টাকা এবং ছোট আকারের ইলিশ ৭০০ থেকে ১ হাজার টাকা কেজিতে বেচা-কেনা হয়েছে।

বাজারের মাছ বিক্রেতা শামীম হোসাইন বলেন, 'নিষিদ্ধ সময়ে অসাধু জেলেরা বড় ইলিশসহ জাটকা ধরে ফেলায় এই সংকট চলছে।'

আরেক বিক্রেতা হুমায়ুন কবির বলেন, 'মৌসুম না থাকা সময়েও ইলিশের এত ক্রাইসিস আমরা দেখিনি। এজন্য ইলিশের দাম এত বেশি।'

ঢাকা থেকে ইলিশ কিনতে চাঁদপুরে এসেছেন ফারহানা ইয়াসমিন। তিনি বলেন, 'আমি চাঁদপুরের বৌ, তবে থাকি ঢাকায়। চাঁদপুর বেড়াতে এলে প্রতিবারই ইলিশ কিনতে এই মাছ ঘাটে আসা হয়। কিন্তু এবার মাছের যে আকাশচুম্বী দাম, এতে আমি হতবাক। ২ কেজির বড় ইলিশ ৪ হাজার ৫০০ টাকা চাওয়ায় আমি আর সাহস করিনি কিনতে। পরে বাধ্য হয়ে ২ হাজার ১৫০ টাকা করে এক কেজির ৮টি ও আড়াই হাজার টাকা করে সোয়া কেজি সাইজের আরও ৮টি ইলিশ কিনেছি।'

ভরা মৌসুমে ইলিশের এত বেশি দামের বিষয়ে সরকার সংশ্লিষ্টদের নজর দেওয়ার আহ্বান জানান তিনি।

এ বিষয়ে চাঁদপুর মৎস্য বণিক সমিতির সভাপতি আব্দুল বারি জমাদার ডেইলি স্টারকে বলেন, 'ইলিশের মৌসুম প্রায় আড়াই মাস হতে চলেছে, কিন্তু এই মাছ ঘাটে প্রতিদিন গড়ে ৮ থেকে ১০ মণের বেশি ইলিশ আসছে না। অথচ গত বছরও এসময় প্রতিদিন গড়ে ২০০ থেকে ৩০০ মণ ইলিশ কেনা-বেচা হয়েছে।'

ইলিশ না পাওয়ার কারণে এই ঘাটের মালিক-শ্রমিকদের অনেকেই সমস্যায় পড়েছেন। ক্রেতারা বেশি দাম শুনে মাছ না নিয়েই চলে যাচ্ছেন বলে জানান তিনি।

জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান ডেইলি স্টারকে বলেন, 'আমরাও এই ভরা মৌসুমে ইলিশের এত সংকট ও আকাশচুম্বী দামের কারণ খুঁজে পাচ্ছি না। জিজ্ঞেস করলেই জেলেরা জানান, নদীতে ইলিশ নেই।'

Comments

The Daily Star  | English

Rampal fouling 2 Sundarbans rivers

The Rampal power plant began operation in late 2022 without an effluent treatment plant and has since been discharging untreated waste into the Pasur and Maidara rivers next to the Sundarbans.

4h ago