বাংলাদেশ
কুমিল্লা

চোর সন্দেহে নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যা

সোমবার রাতে তিনি ঢুলিপাড়া চৌমুহনী এলাকার ইপিজেড ১নং গেটের সামনে গণপিটুনির শিকার হন।
কুমিল্লা
স্টার ডিজিটাল গ্রাফিক্স

কুমিল্লা নগরীতে চোর সন্দেহে এক নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। 

নিহত সাদ্দাম হোসেনের (২৭) বাড়ি মুরাদনগর উপজেলার ঘোড়াশাল রামপুর এলাকায়। তিনি আবির সিকিউরিটিজ সার্ভিসের কর্মী ছিলেন।

গতকাল সোমবার রাতে তিনি ঢুলিপাড়া চৌমুহনী এলাকার ইপিজেড ১নং গেটের সামনে গণপিটুনির শিকার হন এবং আজ মঙ্গলবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে ইপিজেড ১নং গেটে ডিউটি শেষ করে সাড়ে ৮টার দিকে সাদ্দাম বাসার দিকে যাচ্ছিলেন। এ সময় গেট সংলগ্ন একটি দোকান থেকে মোবাইল ফোন চুরির অভিযোগে ওই এলাকার ১৫-২০ জন তাকে আটক করে পিটুনি দেয়। 

স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

সাদ্দামের স্ত্রী শিউলী গণমাধ্যমকে বলেন, 'গত রাতে কয়েকজন আমার বাড়িতে গিয়ে বলে যে আমার স্বামী থানায় একটা সমস্যায় আটক আছে। খোঁজ নিয়ে দেখি থানায় আমার স্বামী নেই। সকালে জানতে পারি আমার স্বামীর লাশ হাসপাতালে।'

আবির সিকিউরিটিজ সার্ভিসের সত্ত্বাধিকারী আরিফ ডেইলি স্টারকে বলেন, 'সাদ্দাম আমার এখানে দীর্ঘ ৫ বছর কাজ করছে। তাকে কেন পিটিয়ে হত্যা করা হয়েছে, বিষয়টি সঠিক তদন্ত করলে সব রহস্য উদঘাটন করা যাবে।'

ওসি দেবাশীষ চৌধুরী বলেন, 'ঘটনা গত রাতের হলেও পুলিশ জানতে পারে সকালে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলে নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

Comments