৮ শতাধিক যাত্রী নিয়ে ২ দফা ট্রেন বিকল, মেরামত করতে গিয়ে সহকারী চালক দগ্ধ

আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস
আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস | ছবি: সংগৃহীত

চাঁদপুর স্টেশনে বিকল আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস মেরামত করার সময় সহকারী চালক সাইদ মোহাম্মদ তাহের (৪০) দগ্ধ হয়েছেন।

আজ মঙ্গলবার রাতে চাঁদপুর রেলওয়ের স্টেশন মাস্টার সোয়াইবুল সিকদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তাহেরকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোয়াইবুল সিকদার বলেন, '১৮টি বগিতে ৮ শতাধিক যাত্রী নিয়ে চাঁদপুর স্টেশনে বিকল হয়ে পড়ে আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস। ট্রেনের ইঞ্জিন অত্যধিক গরম হয়ে যাওয়ায় এগোতে পারছিল না। ইঞ্জিনে ঠান্ডা পানি দিতে গিয়ে সহকারী চালক সাইদ মোহাম্মদ তাহেরের মুখ ও শরীরের কিছু অংশ ঝলসে যায়। ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটার পরেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।'

'অন্যদের চেষ্টায় প্রায় সোয়া ১ ঘণ্টা পরে সকাল সোয়া ৬টায় ট্রেনটি সচল হয়। চাঁদপুর বড় স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে মাত্র ২ কিলোমিটার যেতেই চাঁদপুর কোর্ট স্টেশনে গিয়ে আবারো বিকল হয়ে পড়ে। সেখানেও প্রায় ১ ঘণ্টা বিলম্ব হয়। সকাল সোয়া ৭টায় কোর্ট স্টেশন থেকে ট্রেনটি যাত্রা শুরু করে,' বলেন তিনি।

দুর্ঘটনার বিষয়ে সোয়াইবুল সিকদার বলেন, 'সোমবার ট্রেনটি চট্টগ্রাম থেকে আসার পরে সারা রাত ইঞ্জিন চালু ছিল, এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।'

Comments

The Daily Star  | English
Muhammad Yunus attends Ecnec meeting

Yunus sits with advisers following Ecnec meeting

The chief adviser is presiding over the meeting that began at 11:00am

3h ago