আগ্রাবাদে জামায়াত-শিবিরের মিছিল, পুলিশের গাড়ি ভাঙচুর, আটক ২১

বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রামের আগ্রাবাদে শুক্রবার দুপুরে ঝটিকা মিছিল বের করে জামায়াত-শিবির।এসময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় থেকে জামায়াত শিবিরের ২১ সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার জুমার নামাজের পর তাদের আটক করা হয়৷

পুলিশ জানায়, আকতারুজ্জামান শপিং সেন্টারের সামনে জামায়াত শিবিরের লোকজন আকস্মিক মিছিল বের করে এবং একটি পুলিশ ভ্যান ভাঙচুর করে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমডি সাখাওয়াত হোসেন ডেইলি স্টারকে বলেন, 'জামাত শিবিরের একদল নেতাকর্মী শপিং কমপ্লেক্সের সামনে জড়ো হয় এবং ব্যানার নিয়ে মিছিল নিয়ে আসে। সমাবেশ থেকে তারা একটি পুলিশের ভ্যান ভাঙচুর করে এবং পালানোর চেষ্টা করে। কিন্তু পুলিশ শিবির কর্মীদের ধাওয়া করে ২১ জনকে আটক করে।'

বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।

এর আগে জামায়াতে ইসলামী ২২ জুলাই বন্দরনগরীর লালদীঘি মাঠে সমাবেশের অনুমতির জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে আবেদন করলে পুলিশ অনুমতি দেয়নি।

Comments

The Daily Star  | English

Ban on plastic bags a boon for eco-friendly sacks

Availability of raw materials now a challenge

3h ago