প্রেস কাউন্সিলের পরিচয়পত্র হবে সাংবাদিকের স্বতন্ত্র ও মূল্যবান পরিচয়: বিচারপতি নাসিম

তিনি বলেন, সাংবাদিকরা নিজ নিজ পত্রিকা হাউজ থেকে সাধারণত পরিচয়পত্র পান। তবে প্রেস কাউন্সিলের পরিচয়পত্র হবে স্বতন্ত্র ও মূল্যবান পরিচয়।
দিনাজপুরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, প্রেস কাউন্সিলের পরিচয়পত্র সাংবাদিকের স্বতন্ত্র ও মূল্যবান পরিচয় হবে।

আজ সোমবার দিনাজপুরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, 'সারা দেশের সাংবাদিকরা সঠিক পরিচয়ের অভাবে সংবাদ সংগ্রহে নানা সমস্যার সম্মুখীন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের সাংবাদিকদের একটি ডাটাবেজ তৈরির উদ্যোগ নিয়েছে প্রেস কাউন্সিল।'

তিনি বলেন, 'সাংবাদিকরা নিজ নিজ পত্রিকা হাউজ থেকে সাধারণত পরিচয়পত্র পান। তবে প্রেস কাউন্সিলের পরিচয়পত্র হবে স্বতন্ত্র ও মূল্যবান পরিচয়।'

প্রেস কাউন্সিলের এই পরিচয়পত্র সাংবাদিকদের পেশাদারত্বে সহায়ক হবে বলে মন্তব্য করেন তিনি।

এ পর্যন্ত দেশের ২৭টি জেলার সাংবাদিকদের কাছ থেকে প্রেস কাউন্সিল তথ্য সংগ্রহ করেছে এবং প্রাপ্ত তথ্য নিয়ে ডাটাবেজ তৈরির কাজ চলছে বলে জানান তিনি।

বিচারপতি নাসিম আরও বলেন, 'সাংবাদিকের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতক। তবে কোনো সাংবাদিকের সাংবাদিকতায় ৫ বছরের বেশি অভিজ্ঞতা থাকলে তা শিথিল করা হবে।'

সাংবাদিকদের বেতন কাঠামো ওয়েজ বোর্ড বাস্তবায়ন প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, 'এখন পর্যন্ত ঢাকার অনেক সংবাদপত্রই সাংবাদিকদের বেতন পরিশোধে ওয়েজ বোর্ড বাস্তবায়নে তেমন যত্নশীল নয়। ঢাকার বাইরে বিভাগ ও জেলা শহরের কথা বাদ দিলাম। জেলা পর্যায়ে মজুরি বোর্ড বাস্তবায়ন আরও জটিল।'

সাংবাদিকদের বেতন পাওয়ার ক্ষেত্রে নিজ নিজ পত্রিকা হাউজের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানান তিনি।

তিনি বলেন, 'প্রেস কাউন্সিল সবসময় সাংবাদিকদের পরামর্শ নিয়েই সিদ্ধান্ত নেয়। তাছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে কোনো অভিযোগ এলে সাংবাদিকরাই এর বিচার করে।'

তার মতে, প্রেস কাউন্সিলের নেতৃত্বে এটি একটি ভিন্ন সংস্কৃতি যে দেশের সাংবাদিকদের বিরুদ্ধে কোনো অভিযোগ এলে প্রেস কাউন্সিল সাংবাদিকদের বিচার করে।

স্থানীয় তথ্য অফিসের আয়োজনে এ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন প্রেস কাউন্সিলের সচিব শ্যামল কর্মকার।

 

Comments