পার্বতীপুরে ৩ কেপিআইয়ের ৪০ আনসার সদস্যকে নিরস্ত্র করে প্রত্যাহার

তাদের বিরুদ্ধে শৃঙ্খলা লঙ্ঘনে জড়িত থাকার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।
পার্বতীপাড়া মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্প। ছবি: সংগৃহীত

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৩টি কেপিআই (কি-পয়েন্ট ইনস্টলেশন) স্থাপনা থেকে অন্তত ৪০ সশস্ত্র আনসার সদস্যকে নিরস্ত্র করে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পার্বতীপুর উপজেলার আনসার ও ভিডিপির কর্মকর্তা নাসিম হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

এ তিন কেপিআই এলাকা হলো মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড, বড়পুকুরিয়া কয়লা খনি এবং বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট কয়লা বিদ্যুৎকেন্দ্র। 

আনসার-ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ নাসিম বলেন, 'গ্রানাইট মাইনিং থেকে ১৮ জন, কয়লা খনি থেকে ৮ জন এবং বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্র থেকে ১৪ জনসহ মোট ৪০ আনসার সদস্যকে নিরস্ত্র অবস্থায় প্রত্যাহার করে ছেড়ে দেওয়া হয়েছে।'

আনসার সদস্যদের কাছ থেকে ৭৮টি শটগান, ৩৯০টি রাবার বুলেটসহ ৭৮০ রাউন্ড গুলি, ৩৯০ রাউন্ড বুলেট ও ৩৯০ রাউন্ড গুলিসহ বুধবার ফেরত নিয়ে জেলা আনসার ও ভিডিপি অফিসে জমা দেওয়া হয়েছে জানান তিনি। 

শৃঙ্খলা লঙ্ঘনে জড়িত থাকার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

এ বিষয়ে জানতে দিনাজপুরের আনসার অ্যাডজুট্যান্ট হাসান আলী ডেইলি স্টারকে বলেন, 'শৃঙ্খলা ভঙ্গ করায় আনসার সদস্যদের কাছ থেকে ২১৭টি অস্ত্র ও ২ হাজার ১৭০টি গুলি কেড়ে নেওয়া হয়েছে।'

তদন্তে দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Comments