ফলাফলই বলে দিচ্ছে কীটনাশক কাজ করছে: মেয়র তাপস

আমার কীটনাশক যদি কাজ না করতো তাহলে এই ভরা মৌসুমে...
ফলাফলই বলে দিচ্ছে কীটনাশক কাজ করছে: মেয়র তাপস
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

যারা সিটি করপোরেশনের কীটনাশকের সমালোচনা করছেন তারা কেউ কীটতত্ত্ববিদ নন, তারা ব্যবসায়ী বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের আশেপাশে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শেখ ফজলে নূর তাপস বলেন, 'ঢালাওভাবে বলা যে, এটা কাজ করছে না, ওটা করছে না—আমার ফলাফলই তো আমাকে বলে দিচ্ছে কোনটা কাজ করছে!'

তিনি আরও বলেন, 'আমার কীটনাশক যদি কাজ না করতো তাহলে এই ভরা মৌসুমে ১০০ এর নিচে রোগী রাখা; কোনো দেশই তো পারছে না! যারা এই কথাটা বলছেন, ওনারা আসলে কীটতত্ত্ববিদ না।'

'ওনারা আসলে বিভিন্ন কীটনাশক বিক্রি করে চক্র সৃষ্টি করেছিলেন ঢাকা সিটি করপোরেশনে। সেই একটি চক্র,' যোগ করেন তিনি।

Comments