ঢাকার উদ্দেশে আজ জোহানেসবার্গ ত্যাগ করবেন প্রধানমন্ত্রী

ব্রিকস সম্মেলন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিআইডি

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি নিয়মিত ফ্লাইট শনিবার দুপুর ১টা ৪০ মিনিটে (স্থানীয় সময়) জোহানেসবার্গের ওআর টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করবে।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ২ ঘণ্টা যাত্রাবিরতির পর রবিবার (বাংলাদেশ সময়) সকাল ৮টা ৪০ মিনিটে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
গত ২২ আগস্ট শেখ হাসিনা ব্রিকস দেশগুলোর ১৫তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে জোহানেসবার্গে পৌঁছfন। ব্রিকসের সদস্য দেশগুলো হলো - ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। এবারের শীর্ষ সম্মেলনের আয়োজক ছিল দক্ষিণ আফ্রিকা।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা সম্মেলনে যোগ দেন।
 

Comments

The Daily Star  | English

'Election Commission shamelessly favouring a particular party'

Hasnat Abdullah says police obstructed NCP leaders and activists from entering EC building

19m ago