বাংলাদেশ
পাহাড় ধস

১০ ঘণ্টা পর মহালছড়ি-গুইমারা সড়কে যান চলাচল শুরু

সড়কটি খাগড়াছড়িতে আসা পর্যটকদের কাছেও বেশ জনপ্রিয়।
আজ সকালে পাহাড় ধসের কারণে এ সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ছবি: সংগৃহীত

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার পঙ্খীমুড়া এলাকায় আজ রোববার সকালে সড়কে পাহাড় ধসে পড়ে। এতে মহালছড়ি-গুইমারা অভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

পরে সড়ক থেকে মাটি অপসারণের পর সন্ধ্যা ৬টার দিকে এ সড়কে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।

গুইমারা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

এই সড়ক দিয়ে যাত্রীবাহী বড় বাস চলাচল না করলেও, সিএনজিচালিত অটোরিকশা ও মালামাল পরিবহনের ছোট ট্রাক নিয়মিত চলাচল করে। সড়কটি খাগড়াছড়িতে আসা পর্যটকদের কাছেও বেশ জনপ্রিয়।

সকালে সড়ক থেকে মাটি অপসারণে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে গুইমারা উপজেলা পরিষদ ও সিন্ধুকছড়ি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও শ্রমিকরা কাজ করেন।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন লিডার দীপক কুমার দাশ ডেইলি স্টারকে বলেন, 'মহালছড়ি-সিন্ধুকছড়ি মেইন রোডে পাহাড় ধসে রাস্তা বন্ধ হওয়ার খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে সেনাবাহিনীর সঙ্গে কাজ করে।'

ইউএনও রাজীব চৌধুরী বলেন, 'গতকাল সারাদিন বৃষ্টির পর আজ পাহাড় ধসে রাস্তা বন্ধ হয়ে যায়। সবাই একসঙ্গে কাজ করার পর সন্ধ্যা থেকে সড়কে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।'

তিনি সবাইকে পাহাড় কাটা থেকে বিরত থাকার আহ্বান জানান।

Comments