খাদিজাকে কারাগারে রাখা মতপ্রকাশের অধিকারের স্পষ্ট লঙ্ঘন: অ্যামনেস্টি 

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

আজ সোমবার এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, 'খাদিজাকে ১ বছর ধরে কারাবন্দী করে রাখা এবং বারবার তার জামিন নামঞ্জুর করা স্পষ্টভাবে বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতার অধিকারের অযৌক্তিক লঙ্ঘন।'

এতে আরও বলা হয়, 'খাদিজার এখন নিপীড়নমূলক ডিজিটাল নিরাপত্তা আইনে কারাগারে থেকে ভাগ্যের দিকে না তাকিয়ে বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি নেওয়ার জন্য পড়াশোনা করার কথা ছিল।'

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, 'তাকে এমন এক সময় কারাবন্দী করে রাখা হয়েছে যখন বাংলাদেশে ভিন্নমত প্রকাশের স্বাধীনতার পরিসর দ্রুত সংকুচিত হচ্ছে এবং এটি ভিন্নমত পোষণকারীদের প্রতি সরকারের একটি শীতল বার্তার নজির।'

বিবৃতিতে বলা হয়, 'যদিও সরকার সমালোচিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু কর্মকর্তারা ভিন্নমত দমন করতে এবং সমালোচকদের নিপীড়ন করার জন্য এর ব্যবহার অব্যাহত রেখেছে।'

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার উপআঞ্চলিক পরিচালক নাদিয়া রহমান বলেন, 'সরকারকে অবিলম্বে নিঃশর্তভাবে খাদিজাকে এবং মতপ্রকাশ করার স্বাধীনতার অধিকার প্রয়োগের জন্য যারা বাংলাদেশে বিনা বিচারে আটক আছে তাদের সবাইকে মুক্তি দিতে হবে।'

 

Comments