হিলারি ক্লিনটনের নির্বাচনে টাকা দিয়েছিলেন ড. ইউনূস: আইনমন্ত্রী

আইনমন্ত্রী
জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার আখাউড়ায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন আইনমন্ত্রী আনিসুল হক। ছবি: সংগৃহীত

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, 'দুইবার চেষ্টা করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে না পারা হিলারি ক্লিনটনের নির্বাচনে ডক্টর মুহাম্মদ ইউনূস টাকা দিয়েছিলেন।'

আজ‌ বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় আইনমন্ত্রী বলেন, 'হিলারি ক্লিনটন এখন ডক্টর মুহাম্মদ ইউনূসকে বাঁচানোর সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হতে বলছেন। এটা কীসের সংগ্রাম? বাংলাদেশের মানুষের বিরুদ্ধে সংগ্রাম? বাংলাদেশের মানুষ বিচার চায়, এটা কি অন্যায়? আমাদের এটা অপমান করার শামিল।' 

তিনি বলেন, 'আমরা সুষ্ঠু বিচার করতে জানি। উনি (ড. ইউনূস) যদি অন্যায় না করে থাকেন তাহলে খালাস পাবেন। বিজ্ঞ বিচারক বিচার করবেন।'

'বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন' উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, 'কোন উছিলায় বাংলাদেশকে অপমান করবেন, বিচার বিভাগকে অপমান করবেন, সেই চেষ্টা বন্ধ করুন। বাংলাদেশে কেউ আইনের ঊর্ধ্বে নয়। কেউ অপরাধ করলে তার বিচার হবে।'

'আমরা দেখেছি বঙ্গবন্ধুর খুনিদের ইনডেমনিটি অর্ডিন্যান্স দ্বারা বিচার থেকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। সেই জামানা আর নাই। এখনের জামানা ভিন্ন। এখন বাংলাদেশে আইনের শাসন আছে,' যোগ করেন তিনি।

আলোচনা সভা শেষে আইনমন্ত্রীর কাছে সাইবার নিরাপত্তা আইন বিষয়ে টিআইবির মন্তব্য সম্পর্কে জানতে চান সাংবাদিকরা। মন্ত্রী বলেন, 'টিআইবি যা বলেছে এর কোনোটাই সত্য নয়। সাংবাদিকরা এবং জনগণ ডিজিটাল নিরাপত্তা আইনের পাশে সিকিউরিটি আইন রেখে পড়লে বুঝতে পারবে কতটা পরিবর্তন করা হয়েছে।'

'যেখানে আপত্তি ছিল সেগুলো দূর করা হয়েছে,' যোগ করেন তিনি।

আখাউড়া উত্তর ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রাশেদুল কাওছার ভূঁইয়া জীবন। 

এর আগে সকালে আইনমন্ত্রী আখাউড়া থেকে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল বাজার পর্যন্ত ৫ কিলোমিটার সড়ক মেরামত কাজ উদ্বোধন করেন।

Comments

The Daily Star  | English
Tarique Rahman warns against return of fascist forces

Tarique Rahman urges first-time voters to back BNP

'Let the first vote of the youth be for the sheaf of paddy,' he says

8m ago