পিকেএসএফের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন এম খায়রুল হোসেন

গত মঙ্গলবার অধ্যাপক খায়রুল হোসেকে পিকেএসএফের ৭ম চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার। পরবর্তী তিন বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।
ড. এম খায়রুল হোসেন

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন ড. এম খায়রুল হোসেন।

আজ বৃহস্পতিবার ঢাকায় পিকেএসএফ ভবনে তাকে ফুল দিয়ে স্বাগত জানান বিদায়ী চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ।

খায়রুল হোসেন দায়িত্ব পাওয়ার পর ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

গত মঙ্গলবার অধ্যাপক খায়রুল হোসেকে পিকেএসএফের ৭ম চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার। পরবর্তী তিন বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক খায়রুল হোসেন ইতোপূর্বে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর চেয়ারম্যান ছিলেন।

Comments