রাজধানীতে ২৪ ঘণ্টায় ৮০ মিলিমিটার বৃষ্টিপাত, জলাবদ্ধতা-যানজটে নাকাল জনজীবন

রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর এলাকা। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তোলা। ছবি: আহমাদ ইশতিয়াক/স্টার

রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৮০ মিলিমিটারের মতো বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

এতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কসহ তলিয়ে গেছে অনেক এলাকার রাস্তাঘাট। গতকালের ন্যায় জলাবদ্ধতা ও তীব্র যানজটে আজও নাকাল হয়েছেন নগরবাসী। 

পানি জমেছে জাতীয় সংসদ ভবনের সামনের সড়কেও। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তোলা। ছবি: প্রবীর দাশ/স্টার

আজ শুক্রবার রাতে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক দ্য ডেইলি স্টারকে বলেন, গতকাল সন্ধ্যা ৬টা থেকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানী ঢাকায় ৮০ মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়েছে। আগামীকাল শনিবার দুপুরের পরপরই রাজধানীতে বৃষ্টিপাত কমে যেতে পারে।'

ইতোমধ্যে দেশের পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত কমে গেছে জানিয়ে তিনি বলেন, 'লঘুচাপটি পূর্ব দিকে অগ্রসর হওয়ায় ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে আগামীকালও কম-বেশি বৃষ্টিপাত হতে পারে।'

এরপর থেকে আস্তে আস্তে সারাদেশেই বৃষ্টিপাত কমে যাবে বলেও জানান তিনি।

রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর এলাকায় সড়কে থৈ থৈ পানিতে চলছে রিকশা-সাইকেল। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তোলা। ছবি: আহমাদ ইশতিয়াক/স্টার

লঘুচাপের প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানী ঢাকাসহ প্রায় সারাদেশেই বৃষ্টি হচ্ছে। গতকাল সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ৬ ঘণ্টায় ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তর। 

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর কাজীপাড়া বাসস্ট্যান্ড এলাকা। শুক্রবার রাত ১১টায় তোলা। ছবি: শাহীন মোল্লা/স্টার

টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, বিজয় সরণি, মিরপুর রোড ও শ্যামলীতে তীব্র যানজট দেখা গেছে। এসব এলাকার সড়কগুলোতে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের।

ফার্মগেটের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী মুঠোফোনে ডেইলি স্টারকে বলেন, 'অফিস থেকে পৌনে ১০টায় বেরিয়ে দেখি বাইরে মুষলধারে বৃষ্টি। শুক্রবার বলে রাস্তায় গাড়িও কম ছিল। রিকশা-সিএনজি কোনোটাই খালি নেই। ২০ মিনিট দাড়িয়ে থেকে একটা রিকশা পাই। দেড়শ টাকায় ফার্মগেট থেকে মোহাম্মদপুরের আদাবর যেতে রাজি হলো।'

রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর এলাকায় সড়কে কোমর সমান পানি। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তোলা। ছবি: আহমাদ ইশতিয়াক/স্টার

'রিকশা চলতে শুরু করার কিছুক্ষণ পরই বিকট শব্দে বজ্রপাত হয়। ধীরে ধীরে খামারবাড়ি, মানিক মিয়া এভিনিউ পার হয়ে আসাদ গেট আসতেই আবারও তুমুল বৃষ্টি শুরু হয়। আসাদ গেটে রাস্তায় পানি জমে গেছে। বাস-প্রাইভেটকার পাশ দিয়ে যাওয়ার সময় পানি ছিটিয়ে দিয়ে যাচ্ছিল। বৃষ্টি কমছিলই না। জমে থাকা পানিতে মোটরসাইকেল নষ্ট হয়ে যেতে দেখেছি। অনেককে দেখেছি বিকল মোটরসাইকেল ঠেলে নিয়ে যাচ্ছেন', বলেন তিনি। 

তিনি আরও বলেন, 'এভাবে শেখেরটেক আসলাম। শেখেরটেক আদাবরের রাস্তা পানিতে টইটুম্বুর। গাড়ি ও রিকশা আগাতেই চায় না। ঠেলে ঠেলে অবশেষে পৌঁছালাম মাত্র।'

মানিক মিয়া এভিনিউতে সেচ ভবনের সামনে জলাবদ্ধতা। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তোলা। ছবি: প্রবীর দাশ/স্টার

এ ছাড়া, কাজীপাড়া, সেনপাড়া ও ফার্মগেট এলাকায় রাত ৯.৩০-১০টায় প্রবল বৃষ্টিতে গাড়ি না পেয়ে রাস্তায় দীর্ঘসময় যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে। বাসগুলোতে ছিল প্রচণ্ড ভিড়। বেশিরভাগ যাত্রীই বৃষ্টিতে ভিজে গাড়িতে উঠেছেন। 

জলাবদ্ধ সড়কে অসহনীয় যানজট। শুক্রবার রাত ১১টার দিকে রোকেয়া সরণি থেকে তোলা। ছবি: শাহীন মোল্লা/স্টার

কাজীপাড়া ও সেনপাড়ার রাস্তায় প্রচণ্ড যানজট। বৃষ্টিতে আশেপাশের রাস্তা ডুবে যাওয়ায় পরিবহনের গতি কমে গেছে। পানিতে ডুবে যাওয়া রাস্তায় বাস ধীরে চলছে, কোনো কোনোটা নষ্ট হয়ে দাঁড়িয়ে আছে। অনেক যাত্রী ডুবে যাওয়া রাস্তা পায়ে হেঁটে পার হচ্ছেন। রিকশা ভাড়াও দ্বিগুণ।

Comments

The Daily Star  | English

Dhaka set to soar as developers have their way

Bowing to persistent demands from real estate developers, the government has decided to raise the limit on how much floor space can be built on a piece of land -- known as the Floor Area Ratio (FAR) -- in most parts of the capital.

9h ago