পদ্মাসেতুর টোল প্লাজায় মোটরসাইকেলের ঢল, এক্সপ্রেসওয়েতে গতি নিয়ন্ত্রণে চেকপোস্ট

পদ্মাসেতুর টোলপ্লাজায় মোটরসাইকেলের সারি। ছবি: স্টার

ঈদ-উল-ফিতরের ছুটিতে ঢাকা ছেড়ে আসা মোটরসাইকেলের ঢল নেমেছে পদ্মাসেতুর টোল প্লাজায়। 

আজ শুক্রবার সকাল থেকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসসহ অন্যান্য যানবাহনের পাশাপাশি মোটরসাইকেলের সংখ্যা ছিল উল্লেখযোগ্য। 

মোটরসাইকেলসহ অন্যান্য গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট।

সেতুর টোল দিতে গিয়ে দীর্ঘ হতে থাকে মোটরসাইকেলের সারি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মোটরসাইকেলসহ যানবাহনের চাপ স্বাভাবিক হয়।

মাওয়ার ট্রাফিক ইনস্পেক্টর (টিআই) জিয়াউল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পদ্মাসেতুর টোলপ্লাজার আগে মোটরসাইকেলের সারি। ছবি: সংগৃহীত

তিনি বলেন, 'আজ ভোর থেকেই পদ্মাসেতুতে মটরসাইকেলের ঢল নামে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পদ্মাসেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজার ৭টি বুথে আদায় করা হচ্ছে টোল।'

'তবে মোটরসাইকেলের জন্য বরাবরের মতো এবারও রয়েছে আলাদাভাবে টোল নেওয়ার ব্যবস্থা। বর্তমানে ৩টি বুথ দিয়ে মোটরসাইকেল থেকে টোল আদায় করা হচ্ছে,' বলেন তিনি।

হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী ডেইলি স্টারকে বলেন, 'আজ ভোর থেকে এক্সপ্রেসওয়েতে গাড়ি চলাচল বেড়েছে। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে পুলিশ।'

অন্যদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ায় যানবাহনের ধীরগতি দেখা গেছে।

বৃহস্পতিবার মধ্যরাত থেকে আজ শুক্রবার দুপুর পর্যন্ত যানবাহনের ধীরগতি দেখা গেছে।

একদিকে যানবাহনের সংখ্যা বৃদ্ধি ও অন্যদিকে একাধিক সড়ক দুর্ঘটনার কারণে যানবাহনের ধীরগতি দেখা গেছে।

জানতে চাইলে গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ বলেন, 'গতরাত থেকে মহাসড়কের গজারিয়া অংশের বালুয়াকান্দী, আনারপুরা ও বাউশিয়া এলাকায় একাধিক সড়ক দুর্ঘটনা ও মহাসড়কে যানবাহন চলাচলের অত্যাধিক চাপের কারণে যানবাহনের ধীরগতি দেখা গেছে।'

Comments

The Daily Star  | English
rooppur-nuclear-power-plant

Gridline woes delay Rooppur Power Plant launch

The issue was highlighted during an International Atomic Energy Agency (IAEA) inspection in March

3h ago