অকারণে যখন হেডলাইন হই তখন খুব দুঃখ পাই: দীপু মনি

চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত সাংবাদিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত সাংবাদিক সমাবেশে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী দীপু মনি। ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, আমরা যারা রাজনীতি করি তারা অনেক সময় অকারণে হেডলাইন হয়ে যাই। যখন অকারণে হেডলাইন হই তখন খুবই দুঃখ পাই।

আজ শুক্রবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত সাংবাদিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মন্ত্রী দীপু মনি বলেন, 'দেশের কল্যাণমূলক কাজের জন্য শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতা দরকার। শেখ হাসিনা আমাদের স্বপ্ন দেখিয়েছেন এবং তা বাস্তবায়ন করেছেন। পরবর্তীতে উন্নয়নের মেগাপ্রকল্প হবে শিক্ষা ও স্বাস্থ্য।' 

তিনি বলেন, 'দেশের সবক্ষেত্রে উন্নয়নের কারণে আমরা উন্নত জীবনযাপন করতে পারছি। পরবর্তী প্রজন্মের জন্য আরও উন্নত দেশ গড়ার জন্য শেখ হাসিনা সরকার প্রয়োজন। সামনে যে নির্বাচন সে নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করতে সাংবিধানিক আইন অনুসরণ করছে সরকার।'

'বিভিন্ন জরিপে উঠে এসেছে দেশের ৭০ ভাগ মানুষের আস্থা শেখ হাসিনার ওপর। এর কারণ হচ্ছে এ সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়ন করেছে। অনেক ক্ষেত্রে প্রতিশ্রুতির বেশি কাজও করেছে,' যোগ করেন তিনি।

তিনি বলেন, 'আমরা ক্ষমতায় এসে আগের অনেক জনপ্রতিনিধির বাড়ির সামনের উন্নয়ন কাজগুলোও করে দিয়েছি। জনপ্রতিনিধি হিসেবে আমরা যদি সেবা দিয়ে থাকি, তাহলে জনগণ আমাদের আবার সুযোগ করে দিবে।'

সাংবাদিকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, 'চাঁদপুরের সাংবাদিকদের ইতিহাস অনেক পুরোনো এবং সমৃদ্ধ। এখান থেকে প্রকাশিত অনেকগুলো পত্রিকা শুরু থেকে তাদের মান ধরে রাখতে সক্ষম হয়েছে। তবে অনেকে পত্রিকায় চটকদার হেডলাইন ব্যবহার করলেও ভেতরে তথ্যবহুল কিছুই পাওয়া যায় না।'

'আমরা যারা রাজনীতি করি তারা অনেকসময় অকারণে হেডলাইন হয়ে যাই। কিন্তু যখন অকারণে হেডলাইন হই তখন খুবই দুঃখ পাই। আশা করি আপনারা এ বিষয়ে আরও সচেষ্ট হবেন,' যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, 'আমার পিতার হাত ধরে অনেক বড় মাপের সাংবাদিক তৈরি হয়েছে। চাঁদপুর প্রেসক্লাব আমাকে আজীবন সদস্য করে সম্মানিত করেছে। বর্তমানে সাংবাদিকতা অনেক বিস্তৃত। শুধু সংবাদপত্রে সীমাবদ্ধ নেই। অনলাইন ও ইলেকট্রনিকস মিডিয়া অনেক এগিয়েছে। কিন্তু বিস্তৃত হওয়ার পাশাপাশি সংবাদ উপস্থাপনের মান বজায় রাখা কঠিন হয়ে পড়ছে।'

সমাবেশে উদ্বোধনী বক্তব্যে চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম বলেন, 'সাংবাদিকতা একটি মহান পেশা। এই পেশায় আমি বেশ কিছু সময় কাজ করেছি। আপনাদের কাজ সঠিক ও নিরপেক্ষ সংবাদ জনগণের সামনে তুলে ধরা। আপনাদের সংবিধান স্বীকৃতি দিল কি না, তা দেখার প্রয়োজন নেই।'

তিনি বলেন, 'আপনাদেরকে বিশ্ব ঘটনা প্রবাহের দিকে দৃষ্টি রাখতে হবে। মধ্যপ্রাচ্যে এখন যা হচ্ছে, তা ইউক্রেন-রাশিয়া যুদ্ধের চাইতেও খারাপ।'

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এ এইচ এম আহসান উল্লাহ সমাবেশে সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান সুমন সঞ্চালনা করেন।

Comments

The Daily Star  | English

Road Surface Melting: Bargain bitumen failing to bear extreme heat

As the country is baking in heatwave, road surfaces in several districts have melted due to what experts say is the use of bitumen that cannot withstand this extreme heat.

3h ago