শ্রমিক বিক্ষোভ: কালিয়াকৈরে পুলিশ বক্সে হামলা, আগুন

উত্তেজিত শ্রমিকেরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সফিপুর ও চন্দ্রায় ট্রাফিক পুলিশ বক্স, একটি বেসরকারি হাসপাতাল এবং একটি দোকানে অগ্নিসংযোগ করে।
সফিপুর ট্রাফিক পুলিশ বক্সে আগুন। ছবি: সংগৃহীত

মজুরি বাড়ানোর দাবি ও শ্রমিক হত্যার প্রতিবাদে গাজীপুরে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এসময় উত্তেজিত শ্রমিকেরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সফিপুর ও চন্দ্রায় ট্রাফিক পুলিশ বক্স, একটি বেসরকারি হাসপাতাল এবং একটি দোকানে অগ্নিসংযোগ করে।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও সফিপুর এলাকায় এসব ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় উত্তেজিত শ্রমিকরা সফিপুরে একটি ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেয়। চন্দ্রায় ওয়ালটন কারখানার সামনে ওয়ালটন প্লাজা শোরুমে আগুন এবং সফিপুরে তানহা হাসপাতাল ও কয়েকটি দোকানে ভাঙচুর করা হয়।

কালিয়াকৈর থানার ডিউটি অফিসার জানান, পুলিশ বক্সে ও হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আছেন।

কালিয়াকৈরের মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম জানান, পুলিশ বক্সে আগুন দিয়েছে শ্রমিকেরা। পুলিশ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে।

জানতে চাইলে কালিয়াকোর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আসাদ মিয়া ডেইলি স্টারকে বলেন, 'শ্রমিকরা একটি ট্রাফিক পুলিশ বক্স পুড়িয়ে দিয়েছে।'

Comments